সবাইকে ধন্যবাদ। চেষ্টা করব নিয়মিত হ্ওয়ার...।

আজ নিবন্ধন করেই ফেললাম আর হয়ে গেলাম এই ফোরামের নতুন একজন সদস্য। ফোরামটির এড্রেস যদিও অনেক দিন হল পেয়েছি, তবুও অলসতার কারণে রেজিস্ট্রেশন করা হয়ে ওঠেনি। আজ সময় করে সেটি করে ফেললাম।
প্রথমে ভেবেছিলাম ফোরামটি শুধু রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য কিন্তু আজ ঢুকে বুঝলাম সবার জন্য উন্মুক্ত। দেখি ফোরামটির পরিবেশ কেমন লাগে। মেডিকেলে পড়ুয়া হবু ডাক্তারদের কাছ থেকে বিশেষ প্রয়োজনে বিশেষ চিকিৎসাও কি নেয়া যাবে ফোরামে  tongue ? আমি আবার বেশ রোগা মানুষ। একটা না একটা ছোট-খাট সমস্যা সব সময় লেগেই থাকে sad
যাই হোক অনেক ক্যাচাল হলো। যখনই সময় পাই ঢুঁ মারার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।