অনেক ধন্যবাদ।
http://i.imgur.com/tguxOe9.jpg
thanks

বধু সেজে চলে গেছ অন্যের ঘরে,
প্রেমিক না হয়ে কেন তুমি খুনি হলেনা।

এখানে "প্রেমিক" না "প্রেমিকা" হবে?

(১ replies, posted in আত্মপরিচয়)

ডাঃ আব্দুর রাকিব কে ধন্যবাদ, তার পরিচয় দেবার জন্য।

onek din por forum e keo lekha dilo, valo laglo pore. "তখন বুঝতে পারি, বেশ বুঝতে পারি
সে আর ফিরবে না…" onek shundor line.

ভাল লাগলো, অনেকদিন পর ফোরামে নতুন কোনো পোস্ট এল, ফোরাম টি কিছুদিন আগে ঠিক করলাম।

1)      কোনটি অর্ধপরিবাহী নয়?
a.       লোহা
b.      সিলিকন
c.       জার্মেনিয়াম
d.      গ্যালিয়াম
2)      আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?
a.       ভর সংখ্যা সমান থাকে।
b.      নিউট্রন সংখ্যা সমান থাকে।
c.       প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
d.      প্রোটন সংখ্যা সমান থাকে।
3)      ভারী পানির সংকেত কি?
a.       2H2O2
b.      H2O
c.       D2O
d.      HD2O2
4)      জারণ বিক্রিয়ায় ঘটে____
a.       ইলেকট্রন বর্জন
b.      ইলেকট্রন গ্রহণ
c.       ইলেকট্রন আদান-প্রদান
d.      তড়িৎ ধনাত্তক মৌলের বা মূলকের অপসারণ
5)      বিদুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্মতর ভোল্ট পাওয়া যায়
a.       ট্রান্সফরমারের সাহায্যে
b.      স্টেপ-আপ ট্রান্সফরমারের সাহায্যে
c.       স্টেপ-ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
d.      এডাপটারের সাহায্যে
6)      কাজ ও বলের একক যথাক্রমে__
a)      নিউট্রন ও মিটার
b)      জুল ও ডাইন
c)       ওয়াট ও পাউন্ড
d)      প্যাসকেল ও কিলোগ্রাম
7)      আকাশে বিদ্যুৎ চমকায়__
a)      মেঘের অসংখ্য জলকনা/বরফকণার মধ্যে চার্জ সঞ্ছিত হলে
b)      দুইখন্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
c)       মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরী হলে
d)      মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্তায় এলে
8)      কোন নিষ্ক্রীয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই?
a)      হিলিয়াম
b)      নিয়ন
c)       আর্গন
d)      জেনন
9)      এপিকালচার বলতে বুযায়__
a)      রেশমের চাষ
b)      মৎস চাষ
c)       মৌমাছির চাষ
d)      পাখীপালন বিদ্দ্যা
10)   বিগ ব্যাং তত্তের আধুনিক তত্ব__উপস্থাপন করেছেন__
a.       স্টিফেন হকিং
b.      জি লেমেটার
c.       আব্দুস সালাম
d.      এডুইন হ্যাকল
11)   বায়ুমন্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়__
a)      স্ট্রাটোস্ফিয়ার
b)      ট্রপোস্ফিয়ার
c)       আয়োনোস্ফিয়ার
d)      ওজোন স্তর
12)   অপটিক্যাল ফাইবার হচ্ছে__
a.       খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল
b.      খুব সূক্ষ সুপরিবাহী তামার তারতন্তু নল
c.       খুব সরু এসবেস্টাস ফাইবার নল
d.      সূক্ষ প্লাস্টিক ধটিত নল
13)   কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়__
a.       ই-মেইল
b.      ইন্টারকম
c.       ইন্টারনেট
d.      টেলিকমিউনিকেশন
14)   সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম__
a.       ক্রমোমিটার
b.      কম্পাস
c.       সিসমোগ্রাফ
d.      সেক্সটেন্ট
15)   প্রবল জোয়ারের কারণ__
a.       সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে অবস্টান করে
b.      চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্তান করে
c.       পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
d.      সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
16)   কোলেস্টেরল এক ধরনের__
a.       অসম্পৃত্ত এলকোহল
b.      জৈব এসিড
c.       পলিমার
d.      এমিনো এসিড
17)   কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়__
a.       মাটির ক্ষয় রোধের জন্য
b.      মাটির অম্লতা বৃদ্দির জন্য
c.       মাটির অম্লতা হ্রাসের জন্য
d.      মাটির জৈব পদার্থ বৃদ্বির জন্য
18)   কোন আলোক তরঙ্গ মানব চোখে দেখতে পাওয়া যায়?
a.       ১০ থেকে ৪০০ নে.মি
b.      ৪০০ থেকে ৭০০ নে.মি
c.       ১০০ মাইক্রোমিটার থেকে ১ মিটার
d.      ১ মিটার এর উর্ধে
19)   হীরক উজ্জ্বল দেখার কারণ__
a.       পূর্ন অভ্যান্তরীণ প্রতিফলনের জন্য
b.      প্রতিসরণের জন্য
c.       প্রতিফলণের জন্য
d.      অপবর্তণের জন্য
20)   মানবদেহে সাধারনভাবে ক্রোমোজোম থাকে__
a.       ২৫ জোড়া
b.      ২৪ জোড়া
c.       ২৩ জোড়া
d.      ২০ জোড়া
21)   কোনটি সবচেয়ে ছোট?
a.       2/11
b.      3/11
c.       2/13
d.      4/15
22)   যদি Q/P = ¼ হয় তবে P+Q/P-Q এর মান__
a.       5/3
b.      2/3
c.       3/5
d.      5/7
23)   রহিম, করিম এবং গাজী তিন জন একটি কাজ করতে পারে যথাক্রমে ১৫, ৬, ১০ দিনে। তাহারা একত্রে তিন জন কাজটি কত দিনে শেষ করতে পারবে?
a.       ২১ দিনে
b.      ১৮ দিনে
c.       ৩ দিনে
d.      ১৫ দিনে
24)   কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। ঊহা কত?
a.       ৭০
b.      ৮০
c.       ৯০
d.      ৭৫
25)   কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ফলাফল হবে ৬০। তবে সংখ্যাটি কত?
a.       ২৫০
b.      ১০০
c.       ২০০
d.      ৩০০
26)   Log2(1/32)  এর মান__
a.       1/25
b.      -5
c.       1/5
d.      -1/5
27)   একটি রম্বসের কর্ণদয় যথাক্রমে ৪ সেমি. এবং ৬ সেমি হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?
a.       ৬
b.      ৮
c.       ১২
d.      ২৪
28)   (4x2-16) এবং 6x2 +24x + 24 এর গসাগু__
a.       x+2
b.      x+4
c.       x+3
d.      2(x+2)
29)   x3-x2  কে x-2 দ্বারা ভাগ করলে অবশেষে থাকবে__
a.       2
b.      4
c.       -6
d.      -8
30)   যদি a2+1/a2 = 51 হয় তবে a – 1/a কত?
a.       +- 9
b.      +-7
c.       +_5
d.      +-3
31)   3x+7y+10 = 0 এবং y-2x-3=0 এর সমাধান__
a.       x=1, y=-1
b.      x=1, y=1
c.       x=-1, y=-1
d.      x=-1, y=1
32)   যদি a+b = 2, ab=1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে__
a.       0,2
b.      1,1
c.       -1,3
d.      -3,-4
33)   12+22+………+x2 এর মান কত ?
a.       x(x+1)(2x+1)/6
b.      x(x+1)/2
c.       x
d.      {x(x+1)/2}2
34)   f(x) = x3-2x+10 হলে f(0) কত?
a.       1
b.      5
c.       8
d.      10
35)   (x-4) 2+(y+3) 2=100  বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক কত?
a.       (0,0)
b.      (4,-3)
c.       (-4,3)
d.      (10,10)
36)   দুইটি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের ভাগফল ৪৩২ হয় তবে বড় স্নখাটি কত?
a.       36
b.      37
c.       38
d.      40
37)   একটি ত্রিভুজাকৃতির মাঠের দৈর্ঘ্য যথাক্রমে ২০মিটার, ২১ মিটার এবং ২০ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
a.       200 m2
b.      210 m2
c.       290 m2
d.      300 m2
38)   যদি (64) 2/3+(625) ½ = 3k  হয় k  এর মান __
a.       9*(2/3)
b.      11*(1/3)
c.       12*(2/5)
d.      13*(2/3)
39)   যদি দুইটির সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে ২০ এবং ৯৬ হয়, তবে সংখ্যা দুইটির ব্যাস্তানুপাতিক যোগফল কত হবে?
a.       1/8
b.      1/6
c.       3/4
d.      5/24
40)   0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল__
a.       3147
b.      2287
c.       2987
d.      2187
41)   বাংলা গদ্যের জনক কে?
a.       ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
b.      বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c.       উইলিয়াম কেরী
d.      রবীন্দ্রনাথ ঠাকুর
42)   আনন্দমঠ উপন্যাসের লেখক কে?
a.       বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
b.      তারাশংকর বন্দ্যোপাধ্যায়
c.       শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
d.      আনন্দমোহন
43)   বিদ্রোহী কবিতা কোন কাব্যের অর্ন্তগত?
a.       দোলনচাপা
b.      বিষের বাঁশী
c.       সাম্যবাদী
d.      অগ্নিবিণা
44)   তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
a.       জসীম উদ্দীন
b.      ফররূখ আহমদ
c.       আবুল হাসান
d.      শহীদ কাদরী
45)   ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
a.       ইন্দিরা দেবী
b.      কাদম্বরী দেবী
c.       মৃণালিনী দেবী
d.      মৈত্রী দেবী
46)   মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য?
a.       মহাকাব্য
b.      সনেট
c.       পত্রকাব্য
d.      গীতিকাব্য
47)   আলাওলের তোহল কোন ধরনের কাব্য?
a.       আত্মজিবনী
b.      প্রণয়কাব্য
c.       নীতিকাব্য
d.      জলনামা
48)   উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
a.       ফার্সি
b.      তুর্কি
c.       পর্তুগিজ
d.      আরবি
49)   সমাসবদ্দ শব্দ’আনত’ কোন সমাসের উদাহরণ?
a.       বহুব্রীহি
b.      কর্মধরায়
c.       সুপসুপা
d.      অব্যইয়ীভাব
50)   অশোক সৈয়দ কার ছদ্দনাম?
a.       আব্দুল মান্নান সৈয়দ
b.      সৈয়দ আজিজুল হক
c.       আবু সায়ীদ আইয়ুব
d.      সৈয়দ শামসুল হক
51)   সন্ধি-সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত ?
a.       ব্যঞ্জন ধবনি
b.      স্বরধবনি
c.       নিপাতনে সিদ্ধ
d.      বিসর্গ স্ ন্দী
52)   অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
a.       পৃধি
b.      নীর
c.       ক্ষিতি
d.      অবনী
53)   পরাগলী মহাভারত খ্যাত গ্রন্ত্রের অনুবাদক নাম কী?
a.       সঞ্জ্য়
b.      কবিন্দ্র পরমেশর
c.       শ্রীকর নন্দী
d.      কাশীরাম দাস
54)   বটকলার উপন্যাস গ্রন্ত্রের লেখক এর নাম কী?
a.       বিপাশা হাশেম
b.      রাজিয়া খান
c.       রিজিয়া রহমান
d.      সেলিনা হোসেন
55)   Quarterly শব্দের অর্থ কী?
a.       সাপ্তাহিক
b.      পাক্ষিক
c.       ষান্মাষিক
d.      ত্রৈমাসিক
56)   নিচের কোন বানানটি শুদ্দ?
a.       নিশিথিনী
b.      নিশীথীনি
c.       নিশিথীনী
d.      নিশীথিনী
57)   শিখন্ডী শব্দের অর্থ কী?
a.       কবুতর
b.      কোকিল
c.       খরগোশ
d.      ময়ূর
58)   সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার ?
a.       ৬
b.      ২
c.       ৪
d.      ৫
59)   গাড়ি চলে না, চলে না, চলে নারে--- গানের গীতিকার কে?
a.       সঞ্জীব চৌধুরী
b.      বাপ্পা মজুমদার
c.       শাহ আবদুল করিম
d.      দাশরমি রায়
60)   অধ্যাপক আহম্মদ শরীফের মৃত্যু সন কোনটি ?
a.       1997
b.      1998
c.       1999
d.      2000
In each of the following questions out of the given alternatives choose the one that best expresses the meaning of the given word:
61)   Sporadic----
a.       Consistent
b.      Uniform
c.       Frequent
d.      Scattered
62)   Omnipotent---
a.       Feeble
b.      Supervene
c.       Impotent
d.      Vulnerable
In each of the following questions choose the word opposite in meaning to the given word—
63)   Repeal—
a.       Abolish
b.      Enact
c.       Annul
d.      Nullity
64)   Equity—
a.       Uprightness
b.      Justice
c.       Integrity
d.      Bias
In each of the following questions out of the four alternatives choose the one wich can be substituted for the given words sentence..
65)   A formal composition or speech expressing high praise of somebody__
a.       Elegy
b.      Eulogy
c.       Caricature
d.      Exaggeration
66)   The word ‘Shrug’ indicating doubt or indifference is associated with---
a.       Shoulders
b.      Head
c.       Forehead
d.      Eyebrows
Fill in the blanks in the following sentences by selecting the appropriate alternatives—
67)   He is quite___ in dealing with people.
a.        Unsubtle
b.      Imprudent
c.       Diplomatic
d.      Impolite
68)   They suffered much__ tornado had hit their village
a.       Until
b.      Settee
c.       As if
d.      Let alone
One of the four sentences given below is grammatically wrong. Choose the wrong senctence—
69)   
a.       The land is belonged as an old lady
b.      They parted from one mother suddenly
c.       The leader expressed himself forcibly
d.      Mother bought me an ice-cream
70)   
a.       He was always arguing with his brother
b.      His failure resulted for lack of attention
c.       When will you write to him about your plan?
d.      Who was the boy you were all laughing at?
Choose the correct spelt word:
71)   
a.       Volantory
b.      Volantary
c.       Voluntary
d.      Voluntory
72)   
a.       Accilerate
b.      Accelerate
c.       Accelerrate
d.      Accilarate
73)   
a.       Tsunami
b.      SUnami
c.       Suname
d.      Sunamee
Of the four alternatives find the one that best fitls into the blank space
74)   While living in poverty the poet had to __ a great dealing of sufferings
a.       See through
b.      Pul up with
c.       Pass by
d.      Fall back
75)   Wordsworth introduces the readers__
a.       With
b.      At
c.       To
d.      By
76)   __ his earlier study, the Professor’s new study indicates a general warning trend in global weater
a.       In contrast of
b.      In contrast to
c.       In contrast by
d.      In contrast as
77)   Only those who are not serious to their success work by__
a.       Long odds
b.      Against time
c.       Every inch
d.      Fits

Mamun Saheb wrote:

সেখানে গড়ে উঠবে আর এক নতুন প্রাচীর
তাতে অঙ্কিত হবে নতুন ছবি কোন শিল্পী সব্যসাচীর।

আসলেই অনেক ভাল হয়েছে!   applause

১.    বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন কে?

ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ খ. হরপ্রসাদ শাস্ত্রী

গ. দীনেশচন্দ্র সেন    ঘ.সুনীতিকুমার চট্টোপাধ্যায়

২.    কোন কবি 'ধর্মমঙ্গল' কাব্যের প্রণেতা?

ক. বংশীদাস চক্রবর্তী    খ. রূপরাম চক্রবর্তী

গ. মুকুন্দরাম চক্রবর্তী    ঘ. বলরাম চক্রবর্তী

৩.    কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?

খ. পাল খ. সেন গ. মোগল ঘ. তুর্কি

৪.    দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি হচ্ছেন_

ক. সৈয়দ হামজা    খ. সৈয়দ সুলতান

গ. সৈয়দ এমদাদ আলী

ঘ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

৫.    মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলমান কবি কে?

ক. নাসির মুহম্মদ খ. আলাওল

গ. সৈয়দ সুলতান

ঘ.শাহ মোহাম্মদ গরীবউল্লাহ

৬.    বাংলা ও মৈথালী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কী?

ক. মাগধী খ. মৈথালী গ. ব্রজবুলি ঘ. অসমিয়া

৭. শ্রী চৈতন্যের প্রকৃত নাম কি?

ক. নিমাই খ. জগন্নাথ মিশ্র    গ. বিশ্বরূপ ঘ. বিশ্বম্ভর

৮. কোনটি হজরত মুহাম্মদ (সা.) এর জীবনীগ্রন্থ?

ক. মরুমায়া    খ. মরুভাস্কর

গ. মরুতীর্থ    ঘ. মরুকুসুম

৯.    আবুল ফজলের 'রেখাচিত্র' কোন ধরনের রচনা?

ক. আত্দজীবনী    খ. ভ্রমণকাহিনী

গ. ছবির বই    ঘ. কাব্য

১০.    বৃন্দাবন দাসের চৈতন্য জীবনী গ্রন্থের নাম কী?

ক. চৈতন্য মঙ্গল    খ. গৌরাঙ্গ বিজয়

গ. শ্রীচৈতন্য চরিতামৃত    ঘ. শ্রীচৈতন্য ভগবত

১১.    হিন্দি 'পদুমাবৎ' অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচিয়তা কে?

ক. দৌলত উজির বাহরাম খান    খ. সৈয়দ সুলতান

গ. আবদুল করিম সাহিত্য বিশারদ    ঘ. আলাওল

১২. গ্রিক ট্র্যাজেডি 'ইডিপাস' বাংলায় অনুবাদ করেন কে?

ক. মুনীর চৌধুরী    খ. আবদুল হাফিজ

গ. কবীর চৌধুরী    ঘ. সৈয়দ আলী আহসান

১৩. চন্দ্রাবতী কত শতকে রামায়ণ অনুবাদ করেন?

ক. সতেরো খ. পনেরো গ. তেরো ঘ. দশম

১৪.    'বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণেকে হাতে দড়ি, ক্ষণকে চাঁদ।' চরণ দুটি কার রচনা?

ক. আলাওল    খ. ভারতচন্দ্র রায় গুণাকর

গ. মনসামঙ্গল    ঘ. অন্নদামঙ্গল

১৫.    'সোনা-রূপা নহে বাপা এ বেঙ্গা পিতল। ঘসিয়া মাজিয়া বাপু করেছ উজ্জ্বল।' -কোন কাব্যের?

ক. শিবমঙ্গল    খ. ধর্মমঙ্গল

গ. চণ্ডীমঙ্গল    ঘ. অন্নদামঙ্গল

১৬.    মধ্যযুগের শিব উপাসক যোগী সম্প্রদায়ের ধর্ম কী ছিল?

ক. খ্রিস্টান    খ. নাথ ধর্ম

গ. সনাতন    ঘ. বৈষ্ণব ধর্ম

১৭.    আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে?

ক. কোরেশী মাগন ঠাকুর    খ. দৌলত কাজী

গ. আলাওল    ঘ. মরদন

১৮. রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে?

ক. দৌলত কাজী

খ. দৌলত উজীর বাহরাম খান

গ. মুহম্মদ কবীর    ঘ. শাহ মুহম্মদ সগীর

১৯. 'মর্সিয়া সাহিত্য' বাংলা সাহিত্যের কোন যুগে রচিত হয়?

ক. প্রাচীন যুগ    খ. মধ্যযুগ

গ. আধুনিক যুগ    ঘ. অন্ধকার যুগ

২০.    মর্সিয়া সাহিত্যের হিন্দু কবি কে?

ক. বাসুদেব    খ. রঞ্জিত মলি্লক

গ. বিদ্যুৎ সরকর    ঘ. রাধারমণ গোপ

২১.    'মহুয়া' পালাটির রচয়িতা কে?

ক. দ্বিজ কানাই    খ. মনসুর বয়াতি

গ. নয়নচাঁদ ঘোষ     ঘ. দ্বিজ ঈশান

২২.    'হারমণি' কী? এটির সংকলক কে?

ক. প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুর উদ্দীন

খ. পুঁথি, আলাওল

গ. উচ্চাঙ্গ সংগীত, ওস্তাদ আয়েত আলী

ঘ. প্রাচীন সাহিত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২৩. জর্জ গিয়ার্সন কোন অঞ্চল থেকে 'মানিকচন্দ্র রাজার গান' সংগ্রহ করেছেন?

ক. গোপালগঞ্জ    খ. রংপুর

গ. ফরিদপুর    ঘ. শরিয়তপুর

২৪.    বটতলার পুঁথি বলতে কী বোঝায়?

ক. মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি

খ. বটতলা নামক স্থানে রচিত কাব্য

গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য

ঘ. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

২৫.    পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন?

ক. ফকির গরীবুল্লাহ    খ. সৈয়দ হামজা

গ. মালেক মুহম্মদ    ঘ. দানেশ

২৬.    বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?

ক. দ্বিজেন্দ্রলাল রায়    খ. রজনীকান্ত সেন

গ. মাইকেল মধুসূদন দত্ত    ঘ. অতুলপ্রসাদ সেন



উত্তরমালা : ১. গ ২.খ ৩.ক ৪.ক ৫.খ ৬.গ ৭.ঘ ৮.খ ৯.ক ১০.ঘ ১১.ঘ ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.খ ১৮.ঘ ১৯.খ ২০.ঘ ২১.ক ২২.ক ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.গ

PSC - Primary Scholarship Certificate যার মানে হল প্রাইমারী স্কলার্শিপ সার্টিফিকেট.

Primary Scholarship Result 2012 প্রকাশিত হবে আগামীকাল অর্থাত্ ২৭ তারিখে, রেজাল্ট চেক করতে পারেন নিচের লিঙ্ক থেকে

http://bangladeshresult.com/wp-content/uploads/2012/12/PSC.jpg

Primary Scholarship Certificate Result 2012

আগামী ২৭ তারিখে জেএসসি পরীক্ষার রেজাল্ট দেবে।

http://bangladeshresult.com/wp-content/uploads/2012/12/JSC-Result-2012.jpg

জেএসসি রেজাল্ট দেখতে পাবেন: এখানে জেএসসি রেজাল্ট ২০১২

http://i.imgur.com/PgiLAs.jpg

জেডিসি বা জুনিয়র দাখিল সার্টিফিকেট রেজাল্ট ও একি দিনে প্রকাশিত হবে: জেডিসি রেজাল্ট ২০১২ পাবেন লিঙ্ক এ

লিজ্জি ভেলাস্কুয়েজ (Lizzie Velasquez)
পৃথিবীর সবচেয়ে কদাকার চেহারার মহিলা।তিনি হাই স্কুলে থাকা কালীন সময়ে তার ৮ সেকেন্ডের ভিডিও যখন ইউটিউবে আপলোড করা হয়। তারপর থেকে তিনি পৃথিবীর সবচেয়ে কদাকার মহিলার খেতাবটি পেয়ে যান।

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/548579_473730495993175_1796026514_n.jpg

ইউটিউবে তার সেই ভিডিওটি দেখে অনেকে তাকে দানবী বলে, অনেকে তাকে মরে যাবার জন্য উৎসাহ দেন। তার দেহে কোন এডিপোজ টিস্যু না নেই,এমনকি কোন নতুন মাংসপেশিও সৃষ্টি হয় না। তিনি শক্তি সঞ্চয় করে রাখতে পারেন না, ওজনও বাড়াতে পারেন না। ২৩ বছর বয়সেও তার ওজন মাত্র ৬০ পাউন্ড বা ২৭.২২ কেজি। তিনি শারীরিকভাবে এত হ্যাংলা হওয়া স্বত্বেও তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি নিজেকে প্রেরনাদায়ী বক্তা হিসেবে প্রতিষ্ঠিত করবেন, বই লিখবেন, কলেজে থেকে পাশ করবেন, পরিবার গঠন করবেন সর্বোপরি একটি ক্যারিয়ার । তিনি সেই লক্ষ্যের দিকে এগিয়েও গেছেন। ২০১০ সালে প্রকাশিত হয় তার প্রথম বই “Lizzie Beautiful”। এই মাসের প্রথম দিকে প্রকাশিত তার দ্বিতীয় বই “Be Beautiful, Be You”।
সি.এন.এন. এ এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এখন যা করছি তাই এখন মানুষের দেখার বিষয়। তারা যখন আমার দিকে হা করে তাকিয়ে থাকত তখন আমি বসে থাকি নি আমি ভেবেছি কিভাবে তাদের শিক্ষা দেয়া যায় যাতে তারা আমার দিকে হা করে তাকিয়ে না থেকে আমার কাছ থেকে কিছু শিখে নেয়।
তিনি আরও বলেন, আমি হয়ত দেখতে কোন মডেলের মত না এইজন্য আমি সন্তুষ্ট যে আমার দৈহিক সৌন্দর্য দিয়ে হয়ত কেউ আমাকে বিচার করবে না। তারা আমাকে বিচার করতে আমার ব্যক্তিত্বের দিকে নজর দিবে।

লিজ্জি ভেলাস্কুয়েজ যখন জন্মগ্রহণ করেন তার ওজন ছিল মাত্র ২ পাউন্ড, ১০ আউন্স। তার মা রিতা বলেন বলেন ও এতই ছোট ছিল যে আমি ভাবি নি সে বেশী দিন বাচতে পারবে। আমরা তার পড়ার জন্য পুতুলের জামাকাপড় গুলো কিনে আনতাম কারন অন্য বাচ্চাদের জামাকাপড় তার দেহের তুলনায় বেশ বড় হয়ে যায়। ডাক্তাররা রিতা লুপি(লিজ্জি ভেলাস্কুয়েজের বাবা) বলেন, তাদের সন্তান হয়ত কখনও হাঁটতে পারবে না তার দ্বারা স্বাভাবিক জীবন যাপন ও সম্ভবপর হবে না।

তার হাড়, ব্রেন এবং অন্যান্য অন্তর্বর্তী অঙ্গগুলো স্বাভাবিক নিয়মেই গঠিত হয়, যদিও তার দেহ অনেক শীর্ণ। তার কোন ফ্যাট টিস্যু না থাকায় তিনি কোন পুষ্টিদায়ক উপাদান সঞ্চয় করে রাখতে পারেন না। এই জন্য তাকে প্রতি ১৫-২০ মিনিট পর পর খেতে হয়। তার বয়স যখন চার বছর তখন তার বাদামি বর্ণের চোখটি ঘোলাটে হয়ে যায় তিনি এখন সেই চোখটি দিয়ে কিছু দেখতে পারেন না। তার বর্তমানে দেখার জন্য রয়েছে কেবল মাত্র একটি চোখ।
যারা তার নামে পিছনে কথা বলত তাদের কথার বিপরীতে কথা না বলে নিজের মাঝে যে ক্ষোভ, বেদনা সঞ্চয় করেছিলেন তা তিনি পরিণত করেছেন কাজে। এমনকি তার সেই ভিডিওটিও ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে। তিনি তার সেই ভিডিওটির নিচে লেখা প্রতিটি মন্তব্য ভালভাবে পড়েছেন , যা তাকে খুব আহত করেছিল। নিজের দৃঢ চেষ্টায় তিনি জিতে গেলেন সেই যুদ্ধে, যেই যুদ্ধটা হয়েছিল “পৃথিবীর সবচেয়ে কদাকার মহিলা” এবং তার নিজের মাঝে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের
সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ আর এম সাইফুদ্দীন একরাম
http://i1132.photobucket.com/albums/m566/sawontheboss4/DrSaifuddinEkram.png


ঈদের দিনে এবাড়ি ওবাড়ি ঘুরে খাওয়াটা বেশিই হয়ে যায়। খাবারগুলো আবার তেল-ঝাল-মিষ্টিতে সয়লাব থাকে। তাই অনেকের জন্যই স্বস্তির হয় না খুশির এই দিনটা। ঈদের দিনের স্বাস্থ্যকর খাবারের পরামর্শ দিয়েছেন রয়্যাল মেলবোর্ন হাসপাতাল, অস্ট্রেলিয়ার ভিজিটিং ফেলো এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ আর এম সাইফুদ্দীন একরাম   
সুস্থ শরীর সুন্দর জীবনের প্রধান উপায়। স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য পুষ্টিকর খাবার, শরীর চর্চা, মনের আনন্দ ইত্যাদি গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মে শরীর ও মন ভালো রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
কিন্তু ২০০৪ সালে ইংল্যান্ডের অভিবাসীদের মধ্যে পরিচালিত এক স্বাস্থ্য সমীক্ষায় দেখা যায়, এশিয়ার জনগণের মধ্যে বিশেষভাবে মুসলিমদের জীবনাচরণ এবং স্বাস্থ্যের অবস্থা সবচেয়ে খারাপ। অন্য জনগোষ্ঠী যেখানে ২৪ শতাংশ ধূমপান করে, সেখানে বাংলাদেশিদের ৪০ শতাংশ ধূমপায়ী। এখানে ডায়াবেটিসের হারও অনেক বেশি। বাংলাদেশ এবং পাকিস্তানিদের মধ্যে এর প্রকোপ অন্যদের চেয়ে পাঁচ গুণ বেশি এবং ভারতীয়দের মধ্যে তিন গুণ। একজন মানুষের দৈনিক যতটুকু ফল ও সবজি খাওয়া উচিত একজন বাংলাদেশি তার মাত্র ২৮ ভাগ খায়।
মুসলমানরা প্রতিবছর রোজা ও ঈদ পালন করেন। তাঁদের জীবনযাত্রায় এর প্রভাবও অনেক। রমজান মাসে খাদ্যাভ্যাসে বেশ পরিবর্তন আসে। ত্রিশ দিন সংযমের ঈদের দিনে খাবারের অয়োজন হয় অনেক বেশি। এটা শরীরের জন্য আচমকা একটা ব্যাপার। অভ্যাসবশে বা রীতিমাফিক ঈদের দিন তেল-চর্বি ও মিষ্টিসমৃদ্ধ প্রচুর খাবার শরীরে প্রবেশ করে। কিন্তু এটা কতটা স্বাস্থ্যকর?
রোজা পালন শেষে ঈদে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি।

ঈদ এবং স্বাস্থ্যকর খাবার
রোজা রাখলে শরীরের ভেতরে বেশ কিছু পরিবর্তন হয়। বিশেষ করে পুরো মাস যাঁরা রোজা রাখছেন তাঁদের ক্ষেত্রে। সাধারণত শেষ খাবার গ্রহণের আট ঘণ্টা পর শরীরে উপবাসের প্রভাব শুরু হয়। এ সময় অন্ত্র থেকে আর কোনো পুষ্টি উপাদান শোষিত হয় না। অন্য সময় যকৃৎ এবং পেশিতে যে গ্লুকোজ সঞ্চিত থাকে সেটাই শক্তির উৎস হিসেবে কাজ করে। কিন্তু রোজা থাকলে শরীরের গ্লুকোজ ফুরিয়ে যাওয়ার পর চর্বি ভেঙে শক্তি তৈরি হয়। পর পর কয়েক দিন অভুক্ত থাকলে শরীর শক্তির জন্য প্রোটিন ব্যবহার করে। তখন শরীর শুকিয়ে যায়। কিন্তু রোজার ফলে এমন অবস্থার সৃষ্টি হয় না। বরং রোজা থাকলে শরীরে চর্বি কমে, কোলেস্টেরল কমে এবং ওজন কমানো সহজ হয়। এর ফলে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সহজ হয়। কয়েক দিন রোজা থাকার পর রক্তে কিছু রাসায়নিক উপাদানের পরিমাণ বেড়ে যায়। এক মাস রোজা রাখার কারণে শরীর এভাবে খাদ্য গ্রহণে অভ্যস্ত হয়ে যায়। সে পাকস্থলীতে গ্রহণ করা খাদ্যদ্রব্য হজমের পর ধীরে ধীরে শক্তি ব্যয় করে। তাই এক মাস রোজা শেষে ঈদের দিন হঠাৎ করে বেশি খাবার বা ভিন্ন ধরনের খাবার এবং দিনের বেলা পানাহারে শরীর অস্বস্তি বোধ করে। কিন্তু উৎসবের আমেজে অনেক সময় বেশি খাওয়া হয়ে যায়; এমন সব খাবার খাওয়া হয়, যার মধ্যে অতিরিক্ত চর্বি, লবণ ইত্যাদি থাকে। শরীর এ ধরনের ভারী খাবার হজম করতে পারে না। তখন শরীর লবণ ও খনিজ পদার্থের ভারসাম্য রক্ষায় হিমশিম খায়।

ঈদের দিনে আনন্দে স্বাস্থ্যকর খাবারের জন্য আমাদের কতগুলো সাধারণ বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে।
* ঈদের দিন আমরা সেমাই, জর্দা, হালুয়া ইত্যাদি মিষ্টি দ্রব্য খেতে পছন্দ করি। এসব খাবারে চিনি-গুড় এবং দুধ-ঘি যত কম ব্যবহার করা যায় তত ভালো। কারণ চিনি কার্বহাইড্রেট। বাড়তি যা গ্রহণ করা হবে শরীরে চর্বি হিসেবে জমবে। দুধ-ঘি যে প্রক্রিয়ায় খাদ্যদ্রব্যে ব্যবহার করা হয় তা সহজে পাকস্থলী হজম করতে পারে না। তাই গুড়-চিনির পরিবর্তে বিভিন্ন ফলের টুকরো যেমন_খেজুর, কিশমিশ ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। কলার পিঠা, তালের পিঠা, কাউনের ক্ষীর, চালকুমড়ার হালুয়া, পেঁপের হালুয়া, গাজরের হালুয়া, লাউ দুধ, আনারসের জর্দা, কমলার জর্দা, সাদা দই ইত্যাদি বিকল্পের কথা ভাবা যেতে পারে। এগুলো সহজপাচ্য ও সুস্বাদু।
* ঈদের খাবারের মেন্যুতে সাধারনত গরু কিংবা খাসির মাংসের রেজালা-কোরমা থাকে। গরু-খাসির মাংসে কোলেস্টেরলসহ বেশ কিছু উপাদান থাকে, যা হার্টের রোগীদের জন্য ক্ষতিকর। এগুলোর উচ্চ মানের প্রোটিন কিডনি রোগীদের জন্যও ক্ষতিকর। তা ছাড়া যাদের রক্তনালিতে ব্লক আছে বা ব্লক হওয়ার ঝুঁকি আছে তাদের জন্যও গরু-খাসি এড়িয়ে চলা উচিত। মুরগির মাংসে চর্বি কম থাকে। কাজেই মুরগির মাংসকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। মুরগির কোরমা, রেজালা, চিকেন টিক্কা, রোস্ট, কালিয়া ইত্যাদি তুলনায় অনেক স্বাস্থ্যকর ও গরুর মাংসের বিকল্প হতে পারে।
* মাংস ছাড়া মাছের রকমারি খাবার পরিবেশন করা যেতে পারে। মাছ সহজে হজম হয়, এতে উপকারী উপাদানের পরিমাণও বেশি। তবে হার্টের রোগী ও অন্যান্য রোগীদের পাঙ্গাশ মাছ (অতিরিক্ত চর্বির কারণে) এড়িয়ে চলা ভালো। মাংসের পরিবর্তে মাছের কোরমা, মাছের দোপেঁয়াজা, চিতল বা ফলি মাছের কোফতা, ইলিশের পেঁয়াজি, ইলিশ কাবাব, আনারস ইলিশ, নারিকেলি ইলিশ, শর্ষে ইলিশ, শর্ষে তেলাপিয়া, রূপচাঁদা দোপেঁয়াজা, রুই মাছের মুড়িঘণ্ট, কৈ মাছের পাতুরি ইত্যাদি পদের ব্যাঞ্জন খুব সুস্বাদু।
* ঈদের খাবারে সবজি থাকা চাই। সবজিতে থাকে প্রচুর আঁশ ও ভিটামিন। এ জন্য থাকতে পারে বিভিন্ন ধরনের তাজা সবজি ও ফলের সালাদ; যেমন_দই দিয়ে শসার সালাদ, টম্যাটো-বাঁধাকপির সালাদ, পাকা ফলের সালাদ ইত্যাদি। এ ছাড়া পরিবেশন করা যেতে পারে সিদ্ধ ঢেঁড়স, বাঁধাকপি কিংবা ফুলকপি, শাকপাতা ভর্তা, পটল কিংবা কাঁকরোলের ভর্তা, পেঁপে ভাজি, মুলা ভাজি, ভাজা ফুলকপি, ভুনা শালগম, ভুনা আলু-বেগুন, লাউ শুক্ত, ঝিঙে ডাল, কপি-আলু-মটরশুঁটির ডালনা ইত্যাদি।
* শাকসবজি রান্নার আগে ধুয়ে কেটে নিতে হয়। খোসা ছাড়ানোর পর বড় টুকরো করে কেটে দেরি না করে রান্না করা ভালো। কাটার পর ধুলে বেশ কিছু ভিটামিন বের হয়ে যায়। অনেকক্ষণ কেটে রাখলেও পুষ্টিমান কমে যায়। হাঁড়ির মুখ বন্ধ করে অল্প পানিতে সিদ্ধ করতে হয়। শাকসবজি অতিরিক্ত তেলে না ভেজে সিদ্ধ করা কিংবা মাইক্রোওয়েভে রান্না করা ভালো। ফলে শাকসবজির ভিটামিন বিনষ্ট হওয়ার ঝুঁকি কমে যায়।
* ঈদের খাবারের তালিকায় তেলে ভাজা খাদ্য যেমন_ শিঙাড়া, সমুচা, পাকোড়া, ডালপুরি ইত্যাদি কম থাকা ভালো। ভাজাপোড়া যেকোনো খাবার হজম হতে দেরি হয় এবং এসিডিটির মতো কিছু অস্বস্তিকর অসুখের কারণ হয়। রান্নার জন্য ঘি কিংবা মাখনের চেয়ে সয়াবিন তেল, সানফ্লাওয়ার অয়েল ইত্যাদি ব্যবহার করা স্বাস্থ্যকর। এখন বাজারে পাওয়া যায় এমন সয়াবিনের বেশির ভাগই কোলেস্টেরলমুক্ত। আর সানফ্লাওয়ার অয়েল কোলেস্টেরলমুক্ত তো বটেই, এতে আছে ওমেগা থ্রি। এ কারণে এই তেল হার্টের জন্য ভালো।
* ঈদের মিষ্টি-তেল ও চর্বিসমৃদ্ধ খাবারের মধ্যে অনেকেই একটু ঝাল-টক খেতে পছন্দ করেন। আর সেটা রুচিপ্রদ এবং পরিপাকের জন্যও সহায়ক। এ জন্য যোগ করা যেতে পারে পুদিনার চাটনি, জলপাইয়ের আচার, আমের চাটনি, আমড়া, তেঁতুল, করমচা কিংবা অন্য কোনো মৌসুমি ফলের আচার।
* যাঁরা খাবারের সঙ্গে পানীয় রাখতে আগ্রহী, তাঁরা কোমল পানীয়ের বদলে বিভিন্ন ধরনের শরবতের কথা চিন্তা করতে পারেন। যেমন_ বেলের শরবত, বাঙ্গি কিংবা তরমুজের শরবত, তেঁতুলের শরবত, লাচ্ছি, বোরহানি, ফালুদা, এলাচ চা, মধু চা ইত্যাদি।
* দীর্ঘ এক মাস রোজার পর ঈদের দিন অতিভোজন না করাই উত্তম। লঘুপাক খাবার অল্প পরিমাণে বারবার খাওয়া শরীরের জন্য সহনীয়।

কালের কন্ঠে লিঙ্ক

ডা. মিনহাজ উদ্দিন আহমেদ   
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা।

শহরের বেশিরভাগ মানুষই ঈদের ছুটিতে ছেলে-মেয়ে নিয়ে গ্রামের বাড়ি যান। তাঁদের পরিবেশ এবং জীবনযাপন বদলে যায় হঠাৎ করেই। তাই শিশু-কিশোর তো বটেই; বয়স্করাও রোগব্যাধিতে আক্রান্ত হন।
উৎসব অনুষ্ঠানে এক বাড়িতে অনেক লোকের সমাগম হয়। তাই পানি এবং পয়নিষ্কাশনজনিত দূষণ বেশি হয়। এসময় ডায়রিয়া, ভাইরাল হেপাটাইটিস, টাইফয়েড, সর্দিজ্বর, নিউমোনিয়া, ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া, চিকেন পক্স, চোখ ওঠা, কৃমির সংক্রমণ, চুলকানি, পাঁচড়া ইত্যাদি সংক্রামক ব্যাধি থেকে বাঁচতে বাড়তি সতকর্তা প্রয়োজন।

http://i.imgur.com/4dDzG.jpg

আর জরুরি প্রয়োজনে যেসব ওষুধ ঈদের ছুটিতে হাতের কাছে রাখা উচিত তা হলো_

খাওয়ার স্যালাইন : ডায়রিয়া বা পাতলা পায়খানাজনিত পানিশূন্যতা রোধে খাওয়ার স্যালাইন অপরিহার্য। ডায়রিয়ায় যে পরিমাণ পানি এবং লবণ শরীর থেকে বের হয়ে যায় খাওয়ার স্যালাইন সেই চাহিদা পূরণ করে। ডায়রিয়া আক্রান্ত শিশু যদি শুধু বুকের দুধ পান করে সে ক্ষেত্রে মায়ের উচিত ঘন ঘন এবং বেশি সময় ধরে বুকের দুধ পান করানো। এ ক্ষেত্রে শিশুর চাহিদা অনুযায়ী বিশুদ্ধ ফুটানো ঠাণ্ডা পানি এবং খাওয়ার স্যালাইন শিশুকে দেওয়া যেতে পারে। ছয় মাসের বেশি বয়সের শিশুর জন্য ভাতের মাড়, চিঁড়ার পানি, ডাবের পানিসহ বিশুদ্ধ পানি এবং স্বাভাবিক খাবার দিতে হবে। তবে সাধারণ হিসেবে ডায়রিয়া আক্রান্ত দুই বছর বয়স পর্যন্ত শিশুরা স্বাভাবিক খাবার তো খাবেই, তারপরও প্রতিবার পাতলা পায়খানার পর ৫০-১০০ মিলি পরিমাণ অতিরিক্ত তরল খাদ্য খাবে। দুই থেকে ৯ বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পর অতিরিক্ত ১০০-২০০ মিলি পরিমাণ তরল খাবার দিতে হবে। শিশুর বমি হলে ১০ মিনিট অপেক্ষা করতে হবে এবং ধীরে ধীরে আবার খাওয়ার স্যালাইন শুরু করতে হবে। বড়দের ক্ষেত্রে প্রতিবার পাতলা পায়খানার পর কমপক্ষে আধা লিটার বা চাহিদা অনুযায়ী খাওয়ার স্যালাইন খেতে হবে। লবণ-গুড়ের শরবত ছয় ঘণ্টা এবং প্যাকেটজাত খাওয়ার স্যালাইন একবার তৈরির পর ১২ ঘণ্টা ভালো থাকে।

প্যারাসিটামল (ট্যাবলেট ৫০০ মি.গ্রা বা সিরাপ ১২০ মি.গ্রা প্রতি চামচ) : জ্বর কমানোর জন্য এবং ব্যথা প্রশমনে ব্যবহৃত হয়। উচ্চমাত্রার জ্বর (১০১ ডিগ্রি ফারেনহাইট বা তদূর্ধ্ব) প্রশমনে দুই মাস থেকে তিন বছর বয়সী শিশুদের (চার কেজি থেকে ১৪ কেজির ওজন শ্রেণী) জন্য এক চামচ প্যারাসিটামল সিরাপ দিনে তিন থেকে চারবার সেবন করানো যেতে পারে এবং তিন বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের (১৪ কেজি থেকে ১৯ কেজির ওজন শ্রেণী) জন্য দুই চামচ প্যারাসিটামল সিরাপ দিনে তিন থেকে চারবার সেবন করানো যেতে পারে। শিশুর শরীর, হাত-পা কুসুম গরম পানিতে ভালোভাবে স্পঞ্জিং করলে বা মুছে দিলে বেশি জ্বর কমানো যায়। বয়স্করা প্যারাসিটামল ট্যাবলেট দৈনিক তিন থেকে চারবার সেবন করতে পারেন।

অ্যান্টাসিড : অতিরিক্ত এসিডিটি বা পাকস্থলীর গ্যাসের সমস্যার জন্য প্রাপ্তবয়স্করা দুটি ট্যাবলেট (চুষে খাওয়ার জন্য) অথবা দুই চামচ এন্টাসিড সাসপেনশন দিনে তিনবার খালি পেটে বা খাওয়ার দুই ঘণ্টা পরে খেতে পারেন। এ ছাড়া এ ধরনের সমস্যায় ওমিপ্রাজল (২০ মি.গ্রা) বা রেনিটিডিন (১৫০ মি.গ্রা) খালি পেটে দৈনিক দুবার সেবন করতে পারেন। আর ইসওমিপ্রাজল ২০ মি.গ্রাম ভরা পেটেও খাওয়া যেতে পারে।
বমির ওষুধ : দীর্ঘ যাত্রায় বমির ভাব বা বমি হতে পারে। এ ক্ষেত্রে আগে থেকেই ডমপেরিডন (১০ মি.গ্রা) ট্যাবলেট প্রাপ্তবয়স্করা খালি পেটে দৈনিক তিনবার খেতে পারেন।

শ্বাসকষ্ট বা অ্যাজমার ওষুধ : আ্যলার্জির কারণে যাদের শ্বাসকষ্টের প্রাদুর্ভাব হয় তারা সালবিউটামল টেবলেট বা ইনহেলার ব্যবহার করতে পারেন।
অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জির ওষুধ : অ্যালার্জিজনিত হাঁচি-কাশি, নাক দিয়ে পানি পড়া, চামড়ায় চুলকানি, মৌমাছি বা পোকার কামড় ইত্যাদি কারণে হিসটামিন জাতীয় সিরাপ বা ট্যাবলেট সঙ্গে রাখা যেতে পারে। যেমন এলাট্রল, প্রেটিন, হিস্টাসিন, ফেক্সো, ফেনাডিন ইত্যাদি।
ইসবগুলের ভুসি : কোষ্ঠকাঠিন্যের জন্য ব্যবহৃত হয়। অতিরিক্ত তেল-চর্বি জাতীয় খাবার, পরিবেশ এবং খাদ্যাভ্যাসের ভিন্নতায় কোষ্ঠকাঠিন্য হয়। এ ক্ষেত্রে দুই চামচ ইসবগুলের ভুসি পানিতে গুলে খাওয়ার সঙ্গে গ্রহণ করা খুব উপকার দেয়।

জিঙ্ক ট্যাবলেট : ডায়রিয়া আক্রান্ত ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে অর্ধেক জিঙ্ক ট্যাবলেট (১০ মি.গ্রা), অল্প পরিমাণ বুকের দুধ, পরিষ্কার পানি বা খাওয়ার স্যালাইনের সঙ্গে মিশিয়ে মোট ১০ দিন সেবন করাতে হবে। ছয় মাসের ঊর্ধ্বের ডায়রিয়া আক্রান্ত শিশুদের জন্য দৈনিক একটি জিঙ্ক ট্যাবলেট এক চামচ পানিতে মিশিয়ে ১০ দিন দিতে হবে।

মেট্রোনিডাজল ট্যাবলেট : যাঁদের বদহজমজনিত বা খাদ্যে বিষক্রিয়াজনিত পেট খারাপ হয় তাঁরা ৪০০ মি.গ্রাম ট্যাবলেট দিনে তিনবার খেতে পারেন।

অ্যান্টিসেপটিক ক্রিম : যেকোনো ধরনের কাটা, পোকাকামড়ের কামড়, পুড়ে যাওয়া ইত্যাদির জন্য স্যাভলন জাতীয় অ্যান্টিসেপটিক ক্রিম সঙ্গে রাখা দরকার।

এছাড়া ডায়াবেটিস রোগীদের ব্যবহৃত ইনসুলিন, হৃদরোগী এবং ব্লাডপ্রেশারের রোগীদের জন্য ব্যবহৃত নিয়মিত ওষুধ পর্যাপ্ত পরিমাণে সঙ্গে নিতে হবে। সর্বোপরি সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনের জন্য পর্যাপ্ত পরিমাণ আর্সেনিকমুক্ত বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা উচিত। শিশুরা যেন পুকুরের পানি বা অন্য অনিরাপদ উৎস থেকে সংগৃহীত পানি পান না করে, সেদিকে সর্তকদৃষ্টি রাখা।

সুত্র: কালের কণ্ঠ

পরকীয়া প্রেম সবসময় ই আমি ঘৃণা করি।   not listening

ইন্টারনেট গতি প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট। কাগজ-কলমে এটি সম্ভব হলেও এখনও এটি কোথাও চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল এ গতির ইন্টারনেটসেবা দেয়ার লক্ষ্যে কাজ শুরু করছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কানসাসে মাসিক ভিত্তিতে ব্রডব্যান্ডসেবা দেয়া শুরু করেছে গুগল। প্রতিষ্ঠানটির এ সেবা গ্রহণ করতে চাইলে ব্যবহারকারীকে মাসে ৭০ ডলার গুনতে হবে।

http://i1132.photobucket.com/albums/m566/sawontheboss4/googletv.jpg

গুগল অ্যাকসেসের জেনারেল ম্যানেজার কেভিন লো এক ব্লগপোস্টে বলেন, গিগাবাইট ছাড়াও প্রতি সেকেন্ডে ৫ মেগাবাইট গতিসম্পন্ন কম গতির ইন্টারনেট সুবিধাও তারা দিচ্ছেন। গুগল ইন্টারনেট সংযোগ নিতে ইচ্ছুক এমন ব্যবহারকারীর সংখ্যা যদি যথেষ্ট হয়, তাহলে সে ক্ষেত্রে সংযোগ দিতে আগ্রহী। সার্ভিসটির জন্য প্রিরেজিস্টার্ড হওয়ার ক্ষেত্রে কানসাস সিটির বাসিন্দাদের হাতে মাত্র ছয় মাস সময় আছে। এরপর গুগল সার্ভিসের বিষয়ে আগ্রহ দেখে সংযোগ দেয়ার কথা শুরু করবে। গুগল ছাড়া টেনেসি অঙ্গরাজ্যের চাত্তানুগায় শহর অধিকৃত বিদ্যুৎকেন্দ্রে মাসে ৩৫০ ডলারে গিগাবাইট ইন্টারনেট সুবিধা প্রদান করে।
তবে গুগলের মতো এত কমে গিগাবাইট ইন্টারনেট সুবিধা এখনও কোন প্রতিষ্ঠান দিতে পারেনি। ১ গিগাবাইট ১ হাজার মেগাবাইটের সমান।
ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল ও ভিডিও দেখার সময় গিগাবাইটের জাদু বোঝা না গেলেও অনলাইন ব্যাকআপ এবং ভিডিও শেয়ারিংয়ের সময় দ্রুতগতি দেখে ব্যবহারকারী চমকে উঠবেন নিশ্চিত। গুগলের গিগাবাইট ইন্টারনেট দ্রুতগতির ইন্টারনেটের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে এমন কোন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ত্বরান্বিত করতে পারে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া ফোন এবং ক্যাবল প্রতিষ্ঠানগুলো নিজেদের নেটওয়ার্ক আপগ্রেড করতে পারবে বলে গুগল মনে করছে। ব্রডব্যান্ডসেবা দেয়ার জন্য নিজ উদ্যোগে গুগল ফাইবার অপটিক ক্যাবল বসিয়েছে। এতে কয়েক মাস সময় লেগেছে। তবে ফাইবার অপটিক ক্যাবল বসাতে ব্যয় করা অর্থের পরিমাণ উদঘাটন করা সম্ভব হয়নি। ক্যাবল মডেমের চেয়ে ১০০ গুণ দ্রুতগতির গিগাবাইট ইন্টারনেট মাত্র ৭০ ডলারে ব্যবহার করা যাবে। গত বছর গুগল এ প্রকল্প চালুর ঘোষণা দিয়েছিল। প্রতিষ্ঠানটি ফাইবার ফর কমিউনিটিজ নামে এ ব্রডব্যান্ড সার্ভিস প্রকল্প প্রথম দিকে কানসাস সিটিতে চালু করার ঘোষণা দেয়। তবে অন্যান্য শহরও চাইছে এ সেবা। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে শত শত গ্রপ গুগলকে তাদের শহরে ব্রডব্যান্ড সংযোগ দেয়ার আহ্বান জানিয়েছে।

সুত্র : যুগান্তর

অ্যাপল ২০০৭ সালে আইফোনের মাধ্যমে স্মার্টফোনের বাজার চালু করেছিল৷ এই আইফোন বাজারে আসার পর থেকেই হু হু করে বিক্রি হতে থাকে স্মার্টফোনটি৷ ২০০৯ সালে একবার অর্থ মন্দায় পড়ার পর আরও কঠিন সময় পার করছে এখন৷ এবারও সেই অর্থ মন্দা বড় কারণ আর তার সাথে যুক্ত হয়েছে চীনা প্রতিষ্ঠানগুলোর স্মার্টফোন বাজার দখল৷ আর এসব কারণেই ব্যাপক চাহিদার স্মার্টফোনগুলোর দাম কমতে চলেছে৷

http://i1132.photobucket.com/albums/m566/sawontheboss4/sciphone-n12-android-phone2.jpg

সম্প্রতি অ্যাপলের সর্বশেষ প্রান্তিক প্রতিবেদন থেকেই বিষয়টি বোঝা যাচ্ছে কোন পর্যায়ে রয়েছে এই প্রতিষ্ঠানটি৷ এ প্রান্তিকে অ্যাপলের বিপুল পরিমাণ মুনাফা হলেও আগের প্রান্তিকের চেয়ে কমেছে৷ ওয়াল স্ট্রিটের প্রত্যাশার চেয়ে একটু কম মুনাফা হয়েছে প্রতিষ্ঠানটির৷ এর কারণ হিসেবে নতুন আইফোন না আসা ও ইউরোপের ঋণসংকটকেও দায়ী করা হচ্ছে৷ এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক হাডসন স্কয়ার রিসার্চেরবিশ্লেষকদানিয়েল আর্নেস্ট বলেন, অর্থনীতির মন্দা সব ধরনের ইলেকট্রনিক পণ্যের ওপর প্রভাব ফেলছে৷ এমনকি অ্যাপলও এর ব্যতিক্রম নয়৷ গত অর্থ মন্দার সময় এটি ব্যতিক্রম ছিল, কিন্তু এবার এ প্রতিষ্ঠানও অর্থ মন্দার কবলে পড়েছে৷ তিনি বলেন, অর্থ মন্দার কারণে লোকজন এখন আগের মতো দ্রুত স্মার্টফোন পরিবর্তন করছেন না৷ আগে স্মার্টফোন ব্যবহারকারীরা সাধারণত প্রতি ১৮-২৪ মাসের মধ্যে তা আপগ্রেড করতেন৷ অর্থ মন্দার পর এ সময় বেড়ে দাঁড়িয়েছে ২৪-২৮ মাস৷ এ বিষয়ে গার্টনারের বিশ্লেষক ক্যারোলিনা মিলানেসি বলেন, তাদের স্মার্টফোন আপগ্রেড করার কোন কারণও নেই৷ কারণ আপগ্রেড করেও খুব বেশি সুবিধা পাওয়া যাচ্ছে না৷
বিশ্লেষকরা জানান, অ্যাপলের আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি ফোনের দাম চীনা স্মার্টফোনগুলোর তুলনায় বেশি হওয়ায় চীনা কোম্পানিগুলো দামের প্রতিযোগিতায় এগিয়ে থাকবে৷ এ ছাড়া এলজি, এইচটিসি, নকিয়া, আরআইএম স্মার্টফোনের বাজার ধরার জন্য দাম কমাচ্ছে৷ সবকিছু মিলিয়ে স্মার্টফোনের দাম কমার সম্ভাবনাই বেশি৷ সিসিএস ইনসাইটের বিশ্লেষক জিওফ বলেন, অ্যাপল ও স্যামসাংয়ের স্মার্টফোনগুলো ব্যবহার করেন উচ্চবিত্তরা৷ অন্য প্রতিষ্ঠানগুলো এখন দাম কমানোর মাধ্যমে বাজার ধরতে চাইছে৷ গার্টনারের প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মধ্যেই বিশ্বব্যাপী সেলফোন বিক্রি হবে ১৯০ কোটি৷ এর মধ্যে ৩৫ শতাংশই হবে স্মার্টফোন৷ বর্তমানে বিশ্বের ২০-২৫ শতাংশ লোকের কাছে স্মার্টফোন রয়েছে৷ যুক্তরাষ্ট্রে এর পরিমাণ ৫০-৫৫ শতাংশ৷
স্ট্যাটেজি অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সার্বিকভাবে স্মার্টফোন বিক্রির পরিমাণ আগের বছরের একই প্রান্তিকের তুলনায় মাত্র ৩২ শতাংশ বেড়েছে, যা ২০০৯ সালের পর সর্বিনু৷ সে সময় ২০০৮-এর চেয়ে স্মার্টফোন বিক্রি মাত্র ১৬ শতাংশ বেশি ছিল৷ এর কারণও রয়েছে৷ ওই সময় স্মার্টফোন খুব একটা পরিচিতি পায়নি, সবার তেমন ধারণাও ছিল না৷ অ্যাপল অথবা গুগলের মতো প্রতিষ্ঠানগুলোর স্মার্টফোনগুলো তখন শৈশবকাল অতিক্রম করছিল৷ স্ট্যাটেজি অ্যানালিটিকস আরও জানিয়েছে, চলতি বছর স্মার্টফোন বিক্রি আগের বছরের চেয়ে ৪০ শতাংশ বাড়বে৷ অথচ ২০১০-এর তুলনায় ২০১১তে এর পরিমাণ বেড়েছিল ৬৮ শতাংশ৷ এ ছাড়া ২০১২-এর তুলনায় ২০১৩তে এর পরিমাণ ২৩ শতাংশ বাড়তে পারে৷ স্মার্টফোনের বিক্রি কমার পাশাপাশি এ ডিভাইসগুলোর দামও কমতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা৷ তাদের ভাষায়, বিশ্ব অর্থনীতি আরও খারাপের দিকে গেলেও স্মার্টফোনের বাজার উন্নয়নশীল দেশগুলোর চাহিদার কারণে বাড়ত৷ কিন্তু হুয়াউয়ে ও জেডটিইর মতো প্রতিষ্ঠানগুলোর স্বল্পমূল্যের স্মার্টফোনের কারণে এ বাজারে দামে ব্যাপক পরিবর্তন আসছে৷ এ বিষয়ে স্ট্যাটেজি অ্যানালিটিকসের গবেষক নেইল মসটন বলেন, আমাদের হিসাব অনুযায়ী আগামী বছর স্মার্টফোন বিক্রি থেকে আসা গড় আয়ের পরিমাণ এ বছরের চেয়ে কমবে৷ অর্থনীতি যদি এখনকার মতো অথবা আরও খারাপভাবে চলে তাহলে গ্রাহকরা কম দামের স্মার্টফোনের দিকে ঝুঁকবেন৷

সুত্র : যুগান্তর

নন্দিত লেখক হুমায়ূন আহমেদ আর নেই। ক্যান্সার নিয়ে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের বেলভ্যু হাসপাতালে বাংলাদেশ সময় রাত ১১টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি রাজিউন)। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সারাদেশে শোকের ছায়া নেমে আসে। টিভি চ্যানেলগুলো নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে হুমায়ূন আহমেদের ওপর বিশেষ অনুষ্ঠান প্রচার করতে থাকে।

http://i.imgur.com/Na9V8.jpg

সেখানে কবি, সাহিত্যিক এবং শুভান্যুধায়ীরা এসে হুমায়ূন আহমেদের স্মৃতিচারণ করেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের বয়স হয়েছিল ৬৪ বছর। ১৯৪৮ সালে নেত্রকোনা জেলায় জন্ম হয়েছিল তার। স্ত্রী মেহের আফরোজ শাওন, ছোটভাই মুহম্মদ জাফর ইকবাল, বন্ধু মাজহারুল ইসলামের সঙ্গে ড. মোমেনও মৃত্যুর সময় হাসপাতালে ছিলেন।ক্যান্সারের চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্র যাওয়ার পর একুশে পদকজয়ী হুমায়ূনকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপদেষ্টা নিয়োগ করে সরকার।হুমায়ূন যে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, তা বুধবারই চিকিৎসকরা জানিয়েছিলেন। বৃহদান্ত্রে ক্যান্সার ধরা পড়ার পর গত বছরের ১৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য নিউইয়র্কে যান হুমায়ূন আহমেদ। সেখানে মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিতে শুরু করেন তিনি। দুই পর্বে মোট ১২টি কেমো থেরাপি নেয়ার পর ১২ জুন বেলভ্যু হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. জেইন এবং ক্যান্সার সার্জন জজ মিলারের নেতৃত্বে হুমায়ূন আহমেদের দেহে অস্ত্রোপচার হয়।অস্ত্রোপচারের পর ১৯ জুন বাসায় ফিরেছিলেন এই লেখক। স্ত্রী শাওনসহ সন্তানদের নিয়ে কুইন্সে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছিলেন তিনি।বাসায় ফিরলেও অবস্থার অবনতি ঘটলে পুনরায় বেলভ্যু হাসপাতালে নেয়া হয় তাকে। ২১ জুন তার দ্বিতীয় অস্ত্রোপচার হয়। এরপর গত কয়েকদিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন তিনি। অস্ত্রোপচারের আগে পরিবার-আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ১১ মে দেশে আসেন হুমায়ূন। দেশে ২০ দিন অবস্থানের পুরোটা সময় গাজীপুরে নিজের গড়া নুহাশ পল্লীতে কাটিয়েছিলেন তিনি।১৯৪৮ সালে জš§ নেয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। নন্দিত নরকে তার প্রথম প্রকাশিত উপন্যাস। এরপর শঙ্খনীল কারাগার, রজনী, এপিটাফ, পাখি আমার একলা পাখি, ফেরা, নিষাদ, দারুচিনি দ্বীপ, নির্বাসন, অমানুষ, রূপালী দ্বীপ, শুভ্র, দূরে কোথাও, মন্দ্রসপ্তক, বাদশাহ নামদার, সাজঘর, বাসর, নৃপতির মতো পাঠক হƒদয় জয় করা উপন্যাস আসে তার লেখনীতে।
মুক্তিযুদ্ধ নিয়ে তিনি লিখেছেন জ্যোৎøা ও জননীর গল্প, ১৯৭১, সূর্যের দিনের মতো উপন্যাস। হুমায়ূনসৃষ্ট মিসির আলী ও হিমু হয়ে উঠে পাঠকদের প্রিয় চরিত্র। অনন্ত নক্ষত্র বীথি, ইরিনার মতো কয়েকটি কল্পবিজ্ঞান কাহিনীও লিখেছেন তিনি।হুমায়ূন তার প্রধানত সংলাপনির্ভর উপন্যাসমালায় মধ্যবিত্তের জীবনের নিস্পন্দ রোমান্টিকতাকে নিখুঁতভাবে তুলে এনেছেন বলে সাহিত্য সমালোচকদের মত।তাকে নিয়ে কবি শামসুর রাহমান লিখেছেন, ‘অনেক উৎকৃষ্ট রচনাই অত্যন্ত জনপ্রিয়। হুমায়ূন আহমেদ আমাদের সস্তা চতুর্থ শ্রেণীর লেখকদের হাত থেকে মুক্তি দিয়েছেন।’উপন্যাসের পর নাটক লেখায় হাত দেন হুমায়ূন। এ নিয়ে ব্যস্ত হয়ে ওঠায় অধ্যাপনা ছেড়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক।’৮০-এর দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘এইসব দিনরাত্রি’ দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান তিনি। এরপর বহুব্রীহি, অয়োময়, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাতের মতো জনপ্রিয় নাটকও আসে তার হাত দিয়ে।
নাটক লেখার একপর্যায়ে নির্দেশনায়ও নামেন হুমায়ূন। নাটক নির্দেশনায় হাত পাকিয়ে নামেন চলচ্চিত্র পরিচালনায়। আগুনের পরশমণি দিয়ে শুরু করে শ্রাবণমেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, শ্যামলছায়ার মতো চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক আগুনের পরশমণি কয়েকটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল।নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে নানাবাড়িতে হুমায়ূনের জš§, যার ডাকনাম কাজল। তার বাবা পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান মুক্তিযুদ্ধে শহীদ, মা আয়েশা ফয়েজ।
হুমায়ূন প্রথম বিয়ে করেন ১৯৭৩ সালে গুলতেকিনকে। তাদের তিন সন্তান হলেন নোভা, শীলা ও বিপাশা। ২০০৫ সালে গুলতেকিনের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বিয়ে করেন শাওনকে। এই দম্পতির দুই সন্তান নিষাদ ও নিনীত।

অনেক সময় দুশ্চিন্তা তেও মাসিক পিছিয়ে যেতে পারে, আর আপনার মাসিক আগে থেকেই রেগুলার প্যাটার্ন মানছে না, দুশ্চিন্তা না করে, মনকে রিল্যাক্স রাখুন। আপনি যদি কণসিভ নাও করতে চান, অনেক পদ্ধতি আছে, এত তাড়াহুড়ার কিছু নেই।

জুন মাসের ২০ তারিখ আপনার জন্য রিস্ক পিরিয়ড ছিল, সে জন্য আপনাকে এখন প্রেগন্যান্সি টেস্ট করতে হবে, বাজারে প্রেগন্যান্সি টেস্ট করার কিট পাওয়া যায়। সেটি কিনে আগে কনফার্ম করুন।

মন আর মতের মিল না হলে আর যাই হোক, সংসার টেকে না। 'মিশন ইম্পোসিবল' সম্পন্ন করা টম ক্রুজও তা সম্ভব করে দেখাতে পারেননি। সমপ্রতি ক্রুজের সঙ্গে সাড়ে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে আবেদন করেন স্ত্রী কেটি হোমস।

http://i.imgur.com/bhVLt.jpg

প্রেমের মধুর সময়ে তাদের মনের মিলটা ঠিকই ছিল। কিন্তু ভালোবেসে ঘর বাঁধার পরপরই দাম্পত্য কলহ শুরু হয়ে যায়। যে কারণে দীর্ঘদিন একই ছাদের নিচে থাকলেও অনেক আগেই তাদের সম্পর্কের ভাঙন ধরেছিল। একই অ্যাপার্টমেন্টে থাকলেও আলাদা আলাদা শোবার ঘরেই ঘুমোতেন এ তারকা দম্পতি। কেটি এবং টমের বাসায় প্রতিদিনই অনেক মানুষ আসত। তাদের রান্না, চুল কাটা এবং অন্যান্য কাজ করে দেয়ার জন্য আগত মানুষগুলোই সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। দুজনের আলাদা ঘরে থাকার বিষয়টি সবাই জানত কিন্তু কারো পক্ষেই এটা বাইরে প্রকাশ করার সাহস ছিল না। দিনের পর দিন এমন দাম্পত্য কলহ বিষাদ হয়ে উঠেছিল কেটির জীবনে। তাই সম্পর্কের ইতি টানতে একমাত্র সন্তান সুরির বাবা ৪৯ বছর বয়সী টমের কাছ থেকে আনুষ্ঠানিক বিচ্ছেদই চাইলেন ৩৩ বছর বয়সী কেটি। এদিকে অভিনেতা টম ক্রুজ এটাকে আনলাকি ৩৩ বলে চিহ্নিত করেছেন। তার জীবনে ৩৩-র আগমন যেন শনির দশা। ক্রুজের জীবনে আসা বহুবিধ নারীর মধ্যে তিনি মাত্র তিনজনকে বিয়ে করেছিলেন। আর বিয়ে বিচ্ছেদকালীন সবারই বয়স ছিল ৩৩ বছর। ক্রুজ সায়েন্টোলজি নামক এক বিশেষ ধর্মের অনুসারী। ক্রুজের ভক্তরা তাই বহু কাঠখড় পুড়িয়ে এ সিদ্ধান্তে এসেছেন যে, সায়েন্টোলজিতে ৩৩ বিষয়ক কোনো সমস্যা আছে। তা না হলে তিন দফা একই ঘটনা কাকতালীয় হতেই পারে না।

সুত্র: যায় যায় দিন

টিকি-টাকা ছন্দে অসংখ্য পাসের ঝর্ণাধারা। রোববার রাতে কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে মন্ত্রমুগ্ধের মতো স্প্যানিশদের পাসের সমুদ্রে হারিয়ে গিয়েছিল ফুটবল বিশ্ব। হারিয়ে গেল আজ্জুরিরাও। ইতিহাস সৃষ্টির লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল স্পেন। ইতালিকে ৪-০ গোলে হারিয়ে টানা তিনটি শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়ল লা রোজারা।

http://i.imgur.com/MndaT.jpg

দু'পাশে দুটি ইউরো, মাঝখানে একটি বিশ্বকাপ। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ, ২০১২ ইউরো_ টানা তিনটি বড় টুর্নামেন্টের শিরোপা জয়ের একক কৃতিত্ব এখন শুধু স্পেনেরই। একই সঙ্গে ইউরোর ৫২ বছরের ইতিহাসে টানা দুটি শিরোপাও এখন স্পেনের। রোববার রাতে ইতালিকে স্রেফ দর্শক বানিয়ে ছাড়ল স্পেন। জাভি-ইনিয়েস্তাদের ছোট ছোট পাসের সামনে অসহায় হয়ে পড়েছিলেন পিরলো, কাসানো, বালোতেলি্লরা। অন্যদিকে কোনো স্ট্রাইকার ছাড়াই দল সাজান স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। বিখ্যাত 'ফলস নাইন' কৌশলের কারণে দেল বস্কের শিষ্যদের চারজনের পা থেকেই এলো চারটি গোল। ডেভিড সিলভা ১৪ মিনিটে, ৪১ মিনিটে জর্দি আলবা, ৮৪ মিনিটে তোরেস এবং ৮৮ মিনিটে চতুর্থ গোল করেন হুয়ান মাতা।

অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ঠেকাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সপ্তাহেই এর অনুমোদন দিতে দরখাস্ত আহ্বান করতে যাচ্ছে। ভিওআইপির আবেদন করতে হলে ৫ হাজার টাকা ফি দিয়ে তা সংগ্রহ করতে হবে আর এর লাইসেন্স ফি ধরা হয়েছে ৫ লাখ টাকা। এছাড়াও বার্ষিক ফি দিতে হবে ৫ লাখ টাকা। বৈধ পথে ক্ষুদ্র অপারেটর পর্যায়ে আন্তর্জাতিক কল টার্মিনাল খুলে দেয়ার জন্যই ভিওআইপি সার্ভিসেস প্রোভাইডার (ভিএসপি) নামে লাইসেন্স নীতিমালার আওতায় বিটিআরসি এ সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি টেলিযোগাযোগ মন্ত্রণালয় ভিওআইপি সার্ভিস প্রোভাইডার গাইডলাইনের খসড়া অনুমোদন দিয়েছে।

http://i.imgur.com/VIL1n.jpg

বর্তমানে দেশে প্রতিদিন বৈধ পথে সাড়ে চার কোটি মিনিটের টেলিফোন কল আসে। আরও সমসংখ্যক কল অবৈধ পথে আসে। এই সংখ্যক কলকে বৈধ পথে আনতেই গত বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভিএসপি নীতিমালার খসড়া করেছিল বিটিআরসি। পরে আরও বেশকিছু দিন সেটি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পড়ে ছিল। একপর্যায়ে আবারও নীতিমালার কাঠামো পরিবর্তনের আলোচনায় আসে। এসব প্রক্রিয়ার কারণেই বিলম্ব হয়েছে। সব প্রক্রিয়া শেষে ২০১১ এর ডিসেম্বরে এ লাইসেন্স উš§ুক্ত করার কথা ছিল। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় এ প্রক্রিয়া পিছিয়ে যায়। বর্তমানে এক মিনিটের আন্তর্জাতিক কল বৈধ পথে দেশে এলে তিন সেন্ট বা দুই টাকা ত্রিশ পয়সা দেশে আসে। এই পয়সার ১৩ দশমিক ২৫ শতাংশ পায় আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ)। ১৫ শতাংশ পায় আন্তর্জাতিক আন্তঃসংযোগ এক্সচেঞ্জ (আইসিএক্স)। ২০ শতাংশ পায় শেষ পর্যন্ত ফোনকলটি যেখানে গিয়ে পৌঁছায় সেই অপারেটর। আর বাকি ৫১ দশমিক ৭৫ শতাংশ পায় বিটিআরসি বা সরকার। গত ১৫ নভেম্বর প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য ভিএসপি নীতিমালা পাঠানো হয়েছিল। এ খাতের আগের সব নীতিমালা যেহেতু প্রধানমন্ত্রীকে দিয়েই অনুমোদন দেয়া হয়েছে, তাই এটিও সেখানেই পাঠানো হয়েছিল। এদিকে এরই মধ্যে কমিশন ৮২টি প্রতিষ্ঠানকে গেটওয়ে লাইসেন্স দিয়েছে। অবৈধ ভিওআইপি ঠেকাতে এর আগে সরকার তিন হাজার ভিএসপি লাইসেন্স দেয়ার উদ্যোগ নিয়েছিল। পরে ৮২টি প্রতিষ্ঠানকে গেটওয়ে লাইসেন্স দেয়া হয়। দেশের ব্যবসার ক্ষেত্রের তুলনায় এই সংখ্যাকে অতিরিক্ত আখ্যায়িত করছেন সংশ্লিষ্টরা। অনুমোদিত গাইডলাইন বিটিআরসির কাছে পাঠানো হয়েছে। বর্তমানে দেশে বছরে ৬০ মিলিয়ন কল আসে। এর মধ্যে ৫০ মিলিয়ন কল বৈধ। বাকিটা অবৈধ। এ কারণে সরকার বছরে প্রায় ৮০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন খুব শিগগিরই ভিওআইপি লাইসেন্সের জন্য দরখাস্ত আহ্বান করতে পত্রিকা-টেলিভিশনে বিজ্ঞাপন দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

With Credit Share, We can do it!  big hug

বাছাই পর্বের খেলা চলে আসছে অনেকটা বছর ধরে। জেনিফার অ্যানিস্টোনের হাত থেকে এক রকম ছিনিয়ে নিয়ে গেলেন ব্র্যাডকে। তারপর অনেক সময় ধরে যাচাই-বাছাই, একে অন্যকে চেনা-জানা, আর সময়ের পরিবর্তনে নিজের মধ্যে নিজের পরিবর্তিত রূপকে আবিষ্কার করা। অতঃপর সিদ্ধান্ত বিয়ের।

http://i.imgur.com/MYcjV.jpg

গেল এপ্রিলে হয়ে গেল তাদের জীবন-ম্যাচের সেমি ফাইনাল, অর্থাৎ বাগদান। বেশ ঘটা করেই অবশ্য। তবে ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা দু’জনই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চাইছেন একান্ত ব্যক্তিগত পরিমণ্ডলে। ঘটনাস্থল উইন্ডসোর বিয়ে নিবন্ধনের কার্যালয়। অনেকে ভেবেছিলেন বাগদানের আংটির পেছনেই ব্র্যাড যেভাবে দেড় লাখ পাউন্ড হাওয়ায় উড়িয়েছেন, সেখানে বিয়ের আনুষ্ঠানিকতায় কি না কি হবে! কিন্তু হাওয়ার দিক পুরোই উল্টো। বরং বিয়ের অনুষ্ঠানটি নিয়ে ব্র্যাড-অ্যাঞ্জেলিনা দু’জনই ভাবছেন একান্ত হাতেগোনা কিছু পরিচিত পরিজন আর ছেলেমেয়েগুলোকে নিয়ে বিয়ের দিনের আনন্দের সময়টা কাটাবে। বিয়ের পরপরই সব সংবাদ অনুসন্ধিৎসু মানুষের নজর এড়াতে উড়াল দেবেন দক্ষিণ ফরাসির একটি অবকাশযাপন কেন্দে । আপাতত এতটুকুই জানা গেছে ব্র্যাঞ্জেলিনার কাছের তথ্যসূত্রগুলো থেকে। এর বেশি কেউ বলতেও আগ্রহী নয়। পেছনে পাপারাজ্জির সারি জুটে বিয়ের আনুষ্ঠানিকতার গোপনীয়তার ১২টা না বাজিয়ে দেয়।

১২০ কোটি ডলারের বিনিময়ে সোস্যাল মিডিয়া ওয়াইমার কিনেছে মাইক্রোসফট। প্রায় দুই সপ্তাহ পর মাইক্রোসফট এবং ওয়াইমারের এ চুক্তির খবর সম্প্রতি প্রকাশ পায়। ওয়াইমার বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর জন্য কর্মচারীদের নিজস্ব সোস্যাল নেটওয়ার্কিং সুবিধা দেয়।

ইতিমধ্যে ওয়াইমার ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে। ওয়াইমার কেনার মধ্য দিয়ে মাইক্রোসফটের টেকনোলজিতে একটি বড় পরিবর্তন আসবে বলে ঘোষণা দেয়া হয়েছে। ইদানীং ইন্টারনেট সার্ভিস এবং সোস্যাল নেটওয়ার্ক সাইটগুলোর চাহিদা দিন দিন বাড়ছে। আর তাই ধারণা করা হচ্ছে, এ প্রতিযোগিতায় বিশ্বের বৃহত্তম সফটওয়্যার ব্র্যান্ড মাইক্রোসফটের অবস্থান সবল করতে এই ক্রয় প্রভাব ফেলবে। ২০১১ সালে মাইক্রোসফট ভিডিও চ্যাট এবং অনলাইন টেলিফোন সার্ভিস স্কাইপ কিনে ৮৫০ কোটি ডলারে। মাইক্রোসফটের ৩৭ বছরের ব্যবসার ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ক্রয়। চার বছর আগে সানফ্রান্সিসকোতে ওয়াইমার প্রতিষ্ঠিত হয়। এ চার বছরে প্রতিষ্ঠানটি আয় করেছে ১ কোটি ৪২ লাখ ডলার। ওয়াইমারের সিইও ডেভিড স্যাকস বলেন, আমরা চার বছর আগে যখন ওয়াইমার শুরু করি, তখন থেকেই আমাদের বড় কিছু করার পরিকল্পনা ছিল। আমরা সোস্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের ধারণাটিকে ভিন্ন মাত্রা দিতে চেয়েছিলাম। মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হয়ে আমরা আমাদের এ উদ্দেশ্য আরও সফলভাবে সাধন করতে পারব বলেই আমার ধারণা।
Ñএম. মিজানুর রহমান সোহেল