প্রেগন্যান্সি টেস্ট করার কিট দিয়ে পরীক্ষা করার পর নেগেটিভ রেজাল্ট  আসছে? কিন্তু মাসিক ত শুরু হচ্ছে না। কি করা যায় @sawontheboss4 ?

আমার ব্য়স ২০। আমার মাসিক কখনো ৩০ দিনে আবার কখনো ৩৪ দিনে হয়। গত ২৭ এপ্রিল এর পর মাসিক হয় ৩১ মে। আর আমরা জুন মাসের ২০, ২৩,২৪,২৫ তারিখে কনডম ছাড়া মিলিত হোয়।
আজ ৬ জুলাই, এখনো আমার মাসিক হয়নি। খুব চিন্তায় আছি। যদি আমি প্রেগন্যানট হোয় তবে কি করে এবং কখন টেস্ট করবো?  আর যদি টেস্ট পজিটিভ আসে তবে কি করে গরভপাত করতে হবে? প্লিজ কেউ সমাধান দিবেন?