(০ replies, posted in বিভিন্ন রোগ ও উপসর্গ)

আমার বয়স ২৫ বছর । আমার বয়স যখন ১২ বছর তখন পেটে ব্যথা অনুভব করি।গ্রাম্য ডাক্তার তখন বলেছিলেন লিভারের সমস্যা।তার ঠিক তিন বছর পর আবার সেই ব্যথা অনুভব করতে থাকি।তখন নতুন এক ডাক্তারের কাছে গেলে তিনি আমাকে zantac ওষুধ সেবন করতে বলেন।তারপরও ব্যথা অনুভব করতে থাকি।পরে আবার একজন মেডিসিন স্পেশালিস্ট এর কাছে যাই। তিনি বলেন এই সমস্যা সমাধান হবেনা।দিনদিন ব্যথা বাড়তেই  থাকে।এর কিছুদিন পর আরেকজন মেডিসিন স্পেশালিস্ট এর কাছে যাই।তিনি আমাকে বিভিন্ন টেস্ট করাতে বলেন। যেমন এন্ডোস্কপি, এক্সরে, রক্ত, ইউরিন  ইত্যাদি।এরপর তিনি বলেন এ্টা তেমন  কোন জটিল রোগ নয়।তিনি কিছু ওমিপ্রাজল জাতীয় ওষুধ সেবন করতে বলেন।তেমন কোন ফলাফল না পাওয়ায় ঢাকায় একজন গাস্ট্রো এণ্টারোলোজ়িস্ট কাছে যাই। তিনি আবারো এন্ডোস্কপি, এক্সরে, রক্ত,ইউরিন  ইত্যাদি টেস্ট করাতে বলেন।টেস্ট দেখে বলেন কিছু সমস্যা আছে তবে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে।তিনি আমাকে progut, taverin, alzolam, domilux জ়াতীয় ওষুঢ খেতে বলেন সাথে কিছু খাবার খেতে নিষেধ করেন যেমন টক জাতীয় খাবার, কফি, দুধ, কোল্ড ড্রিংস ইত্যাদি।তবুও তেমন ফল পায় নাই। এখন আমার কি করা উচিত? আমি ধূমপান বা ড্রিংক্স করিনা এবং প্রচুর পানি পান করি।
আমার সমস্যা গুল হল
১।ওজন দিনদিন কমে যাচ্ছে   
২। খাবার পর বা পানি খাবার পর পেটে পানি বাজতে থাকে যেন কেউ ঝাকাচ্ছে
৩। পুস্টিকর খাবার খেলে ডায়রিয়া
৪। হজমে সমস্যা
৫।নারীর প্রতি কোন অনুভুতি নাই
৬।কাজ করার জন্য কোন শক্তি পাইনা, ৫ মিনিট দোড়ালে হাপিয়ে উঠি
৭।পড়াশুনায় মনযোগ দিতে পারিনা

(০ replies, posted in বিভিন্ন রোগ ও উপসর্গ)

কিভাবে আমি ইরিটেবল বাওয়াল সিন্ড্রোম(IBS) থেকে মুক্তি পেতে পারি?