Topic: ফোরামে নতুন সংযুক্ত বিজ্ঞাপন নিয়ে মতামত যাচাই

আপনারা হয়ত লক্ষ্য করেছেন, ফোরামে ঢুকলে উপরে adbrite এর ad নামক একটি বিজ্ঞাপন আসছে, আমি এ নিয়ে আপনাদের কাছ থেকে মতামত আশা করছি। যেমন এটি দেবার ফলে ক্রোম থেকে ক্র্যাশ করছে দেখবার সময়।  :rotfl: 

1) আপনি কী Ad দেখতে পাচ্ছেন?
2) এতে কী ফোরাম লোড হতে সময় নিচ্ছে?

কোনো নিজস্ব মতামত থাকলে মন খুলে জানতে পারেন।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ফোরামে নতুন সংযুক্ত বিজ্ঞাপন নিয়ে মতামত যাচাই

এ বিষয়ে পলাশ মাহমুদ এর মতামত দেখুন এখানে :
http://www.rmcforum.com/viewtopic.php?id=214

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ফোরামে নতুন সংযুক্ত বিজ্ঞাপন নিয়ে মতামত যাচাই

U can give ad for maintainance of this forum. But it should not for business purpose & must not increase the page load time. Go ahead with rmc forum

http://signatures.mylivesignature.com/54490/195/2C1D5ECC2B5514D8ABEEFA8F0D34B59B.png
http://feeds.feedburner.com/medinfo24/FcZw.4.gif


Re: ফোরামে নতুন সংযুক্ত বিজ্ঞাপন নিয়ে মতামত যাচাই

শাওন বিজ্ঞাপন টা নিচের দিকে দিন। ফায়ারফক্স থেকে লোড হতে সময় নিচ্ছেনা।

http://img143.imageshack.us/img143/9373/rongmoholsignature04.gif


Re: ফোরামে নতুন সংযুক্ত বিজ্ঞাপন নিয়ে মতামত যাচাই

আমি ফোরাম খুললে প্রথমই বিজ্ঞাপনে দেখি কয়েকটা মেয়ে । যারা খুবই দরিদ্র। কাপড় চোপর যা আছে তা রুমাল সাইজের ও কম। হয় এই সব মেয়েদের কাপড়-চোপড় দান করেন নয়তো বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেন। আমার লোড হতে সময় নিচ্ছে।
বিজ্ঞাপন দেখলেই আমার কেমন যেন লাগে। ভালো লাগে না। মাথা ঘুরায়। রুচি কমে যায় ফোরামে ঘুরাফেরা করার। তবে যদি দিতেই চান তবে নিচে দেন। এতে করে কারও সমস্যা হবে না। ফোরামে ঢু্কেই বিজ্ঞাপন দেখতে ভালো লাগে না।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: ফোরামে নতুন সংযুক্ত বিজ্ঞাপন নিয়ে মতামত যাচাই

ভাই নীচে তো দেবার চেষ্টা করছি॥ টেম্প্লেট এর main.tpl e কোড পেস্ট করলে তো হচ্ছে না, আমার ও বেশ সময় নিচ্ছে।  :rotfl:  index.php তে দিয়ে দেখছি।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ফোরামে নতুন সংযুক্ত বিজ্ঞাপন নিয়ে মতামত যাচাই

ভাই বহুত চেষ্টা করলাম এইচটিএমএল কোড ফুটার এ দিতে পারছি না, হেল্প লাগবে!  :rotfl:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ফোরামে নতুন সংযুক্ত বিজ্ঞাপন নিয়ে মতামত যাচাই

বিজ্ঞাপন তো ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে বন্ধু, কী আর মতামত দিব??
এখন আশার বাণী হচ্ছে, এতে পেজ দ্রুত লোড হচ্ছে

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: ফোরামে নতুন সংযুক্ত বিজ্ঞাপন নিয়ে মতামত যাচাই

পেজ নীচে দিলেও দ্রুত লোড হত, পারছি না দেখে বন্ধ রেখেছি  :/

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ফোরামে নতুন সংযুক্ত বিজ্ঞাপন নিয়ে মতামত যাচাই

আমি বিজ্ঞাপন না দেওয়ার পক্ষে,যদি দিতেই হয় তাহলে কোনও ওষুধ কোম্পানির সাথে চুক্তি করে দেওয়া যেতে পারে অথবা শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিজ্ঞাপন দেওয়া যেতে পারে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ফোরামে নতুন সংযুক্ত বিজ্ঞাপন নিয়ে মতামত যাচাই

ওষুধ কোম্পানির সাথে মেল এ যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু অর বিজ্ঞাপন দিতে চাইলেও তো আমাকে নীচে দিতে হবে, সুতরাং টেস্টিং পার্পাস এ চালায় তে হবে!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ফোরামে নতুন সংযুক্ত বিজ্ঞাপন নিয়ে মতামত যাচাই

পলাশ মাহমুদ wrote:

আমি ফোরাম খুললে প্রথমই বিজ্ঞাপনে দেখি কয়েকটা মেয়ে । যারা খুবই দরিদ্র। কাপড় চোপর যা আছে তা রুমাল সাইজের ও কম। হয় এই সব মেয়েদের কাপড়-চোপড় দান করেন নয়তো বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেন। আমার লোড হতে সময় নিচ্ছে।
বিজ্ঞাপন দেখলেই আমার কেমন যেন লাগে। ভালো লাগে না। মাথা ঘুরায়। রুচি কমে যায় ফোরামে ঘুরাফেরা করার। তবে যদি দিতেই চান তবে নিচে দেন। এতে করে কারও সমস্যা হবে না। ফোরামে ঢু্কেই বিজ্ঞাপন দেখতে ভালো লাগে না।

:awesome: সহমত  :awesome:

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।