Topic: সাধ্য এর মধ্যে Core i3 ল্যাপটপ ফুজিত্সু LH530

বেশ ভাল লাগল ল্যাপটপ টা, যদিওমনিটর ছাড়া সবই জটিল ( 14 ইঞ্চ) ।
দাম : ৪৯৯০০ টাকা   

http://www.chobimohol.com/image-1179_4BE1459D.jpg

Specification : 
• Intel Corei3-330M 2.13GHz (1066 MHz FSB, 3MB L2 Cache)
• Intel® HM55 Express Chipset
• Intel HD Graphics
• Memory 2GB DDR3, 1066MHz
• 14-inch SuperFine HD Back Light LED Display (220nits, 1366 x 768 pixels)
• 320GB SATA HDD, 5400rpm
• Dual Layer DVD Super Multi-writer
• RealTek ALC269 HD audio codec with dual built-in stereo speakers
• Bluetooth v2.1+ ERD
• 100/10Mbps Gigabit LAN, and Atheros BGN 802.11 WiFi network Connection
• Built-in 1.3 Mega Pixel Camera
• Spill-resistant keyboard6 : 84-key, 19mm key pitch, 2.7mm key stroke with touch pad
• Secured Digital / SDHC / Memory Stick® / Memory Stick® PRO card slot
• USB 2.0 x 3, VGA (external display), RJ45 (LAN), HDA-out, Power Adapter DC-in connector interface
• Anti-theft Lock Slot, Bios Lock, HDD Lock
• Dimensions : 340mm (W) x 245mm (D) x 35mm (H)
• 6-cell Battery with 3.5Hrs backup
• Weight : 2.2kg
• One Carry Case
• Free DOS
• Warranty 1 Year

সূত্র : এখানে

ফুজিত্সু এর ওয়েবসাইট থেকে : এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: সাধ্য এর মধ্যে Core i3 ল্যাপটপ ফুজিত্সু LH530

ডেল বস।ভাবছি ইনসপাইরন 1564 এর উপর একটা রিভিউ দিব।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: সাধ্য এর মধ্যে Core i3 ল্যাপটপ ফুজিত্সু LH530

1564 আউট অফ মার্কেট, রিভিউ দিয়ে লাভ নাই!  :rotfl:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: সাধ্য এর মধ্যে Core i3 ল্যাপটপ ফুজিত্সু LH530

আয় হায় ! এটাতো মারাত্নক চীজ !
ফুজিৎসু এর জিনিস ! জীবনে ল্যাপি নষ্ট হবে না এর গ্যারান্টি ! ! !
যদি শুধু Ram টা ৪ জিবি হইত রে ! পাঙ্খা ! ! !

OH DEAR NEVER FEAR SAIF IS HERE
BOSS অর্থাৎ সাইফ
http://www.rongmohol.com/uploads/1805_amar_thikana.gif


Re: সাধ্য এর মধ্যে Core i3 ল্যাপটপ ফুজিত্সু LH530

Recommendation কিন্তু 4 জিবি। কিন্তু ইমপোর্ট এর সময় 2 জিবি দিয়ে ইমপোর্ট করে। আর ফুজিত্সু এর সার্ভার এ ৬৪ বিট এর ড্রাইভার ছাড়া কোনও ড্রাইভার ই রাখে নাই॥

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: সাধ্য এর মধ্যে Core i3 ল্যাপটপ ফুজিত্সু LH530

ল্যাপটপের মনিটর 14.1 ইঞ্চিই আমার কাছে বেস্ট। 15.6 ইঞ্চি মনিটর দেখলে 1964 সালের কম্পিউটার এর কথাই মনে পড়ে।

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে