Topic: যে বর্ষায় মাঠ ভিজেনা

সমুখে রোদ্দুর খেলা করলেও
আগাম বর্ষার পদধ্বনি এখনি শোনা যায়।
দুর দিগন্তের পথপানে চেয়ে থাকা ক্লান্ত দুচোখ-
যে চোখে অশ্রু নেই
আছে রক্তাক্ত স্মৃতি পিঞ্জর।
যে চোখে হিংসা নেই,
আছে মায়াভরা হরিনীর কৌতুহল,
যে বর্ষায় মাঠ ভিজেনা
ভিজে রমনীর হৃদয়।

http://img143.imageshack.us/img143/9373/rongmoholsignature04.gif


Re: যে বর্ষায় মাঠ ভিজেনা

যাযাবর wrote:

যে চোখে হিংসা নেই,
আছে মায়াভরা হরিনীর কৌতুহল,
যে বর্ষায় মাঠ ভিজেনা
ভিজে রমনীর হৃদয়।


শেষের চারটা লাইন খুবই ভালো লাগলো। আশা করি আপনার কাছ থেকে এরকম আরও সুন্দর সুন্দর কবিতা পাবো।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: যে বর্ষায় মাঠ ভিজেনা

উপল আপনাকে ধন্যবাদ।

http://img143.imageshack.us/img143/9373/rongmoholsignature04.gif


Re: যে বর্ষায় মাঠ ভিজেনা

খুব ভালো লিখেছেন! যদিও কবিতা লেখা আমার দ্বারা হয়ে উঠে না। তবে লিখতে না পারলেও পড়তে খুবই ভালো লাগে।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: যে বর্ষায় মাঠ ভিজেনা

ওয়েল্ডান যাযাবর ! চালিয়ে যান !!

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: যে বর্ষায় মাঠ ভিজেনা

পলাশ ও অচেনা আপনাদেরও ধন্যবাদ।

http://img143.imageshack.us/img143/9373/rongmoholsignature04.gif