Topic: অনুকাব্য

(১)
বসন্ত বিলাসে প্রেম
ফুলের মত
বাতাসে বেরোয় তার
গন্ধ শত ।।
(২)
বয়সের কাছে প্রেম
মানবেই হার
দূরে যেতে হবেই
সব অন্ধকার ।।
(৩)
প্রেমহীন  জীবণ তো
জীবণই নয়
তাহাকে জড়িয়ে ধরে
পৃথিবীর ভয় ।।

Gp


Re: অনুকাব্য

বন্ধুরা কেমন হয়েছে জানাবেন।

Gp


Re: অনুকাব্য

কালের ঘড়ি--মামুনুর রাশীদ
হয়ত আজ থেকে অনেক যুগ পরে
এই সিমান্ত শহরের কোন প্রাচীর থাকবেনা
ঘুনে পোকা আক্রান্ত কাষ্ঠের মত
ধীরে ধীরে ক্ষয়ে ক্ষয়ে ধ্বসে যাবে।
সেখানে গড়ে উঠবে আর এক নতুন প্রাচীর
তাতে অঙ্কিত হবে নতুন ছবি কোন শিল্পী সব্যসাচীর।

এ আলো ঝল মলে শহরের রৌশনি আর থাকবেনা
নতুন আলোয় ঝলমল করবে অন্য রুপে
সুয্যের করোপুটে আলোর বন্যায় ভেসে যাবে
রাতের শীতল চাঁদ জোসনা ছড়াবে উত্তাল ভাবে
আকাশে আনন্দ নৃত্য হবে আলোর রাশির
নর্তকী নাচের শব্দ শোনা যাবে উলঙ্গ হাসীর।

তখনও শেষ হবেনা সময়য়ের কথন অথবা জীবন তরী
যুগান্তরের সব কথা টিক টিক বলে যাবে কালের ঘড়ি।।
রচনাকাল,সিলেটঃ২৮/০৬/২০০৫ ইং

Gp


Re: অনুকাব্য

ভালো হয়েছে। নিয়মিত লিখেন।Re: অনুকাব্য

Mamun Saheb wrote:

সেখানে গড়ে উঠবে আর এক নতুন প্রাচীর
তাতে অঙ্কিত হবে নতুন ছবি কোন শিল্পী সব্যসাচীর।

আসলেই অনেক ভাল হয়েছে!   applause