Topic: বিসিএস প্রিলি প্রিপারেশন

১.    বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন কে?

ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ খ. হরপ্রসাদ শাস্ত্রী

গ. দীনেশচন্দ্র সেন    ঘ.সুনীতিকুমার চট্টোপাধ্যায়

২.    কোন কবি 'ধর্মমঙ্গল' কাব্যের প্রণেতা?

ক. বংশীদাস চক্রবর্তী    খ. রূপরাম চক্রবর্তী

গ. মুকুন্দরাম চক্রবর্তী    ঘ. বলরাম চক্রবর্তী

৩.    কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?

খ. পাল খ. সেন গ. মোগল ঘ. তুর্কি

৪.    দোভাষী পুঁথির উল্লেখযোগ্য কবি হচ্ছেন_

ক. সৈয়দ হামজা    খ. সৈয়দ সুলতান

গ. সৈয়দ এমদাদ আলী

ঘ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

৫.    মধ্যযুগের উল্লেখযোগ্য মুসলমান কবি কে?

ক. নাসির মুহম্মদ খ. আলাওল

গ. সৈয়দ সুলতান

ঘ.শাহ মোহাম্মদ গরীবউল্লাহ

৬.    বাংলা ও মৈথালী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কী?

ক. মাগধী খ. মৈথালী গ. ব্রজবুলি ঘ. অসমিয়া

৭. শ্রী চৈতন্যের প্রকৃত নাম কি?

ক. নিমাই খ. জগন্নাথ মিশ্র    গ. বিশ্বরূপ ঘ. বিশ্বম্ভর

৮. কোনটি হজরত মুহাম্মদ (সা.) এর জীবনীগ্রন্থ?

ক. মরুমায়া    খ. মরুভাস্কর

গ. মরুতীর্থ    ঘ. মরুকুসুম

৯.    আবুল ফজলের 'রেখাচিত্র' কোন ধরনের রচনা?

ক. আত্দজীবনী    খ. ভ্রমণকাহিনী

গ. ছবির বই    ঘ. কাব্য

১০.    বৃন্দাবন দাসের চৈতন্য জীবনী গ্রন্থের নাম কী?

ক. চৈতন্য মঙ্গল    খ. গৌরাঙ্গ বিজয়

গ. শ্রীচৈতন্য চরিতামৃত    ঘ. শ্রীচৈতন্য ভগবত

১১.    হিন্দি 'পদুমাবৎ' অবলম্বনে 'পদ্মাবতী' কাব্যের রচিয়তা কে?

ক. দৌলত উজির বাহরাম খান    খ. সৈয়দ সুলতান

গ. আবদুল করিম সাহিত্য বিশারদ    ঘ. আলাওল

১২. গ্রিক ট্র্যাজেডি 'ইডিপাস' বাংলায় অনুবাদ করেন কে?

ক. মুনীর চৌধুরী    খ. আবদুল হাফিজ

গ. কবীর চৌধুরী    ঘ. সৈয়দ আলী আহসান

১৩. চন্দ্রাবতী কত শতকে রামায়ণ অনুবাদ করেন?

ক. সতেরো খ. পনেরো গ. তেরো ঘ. দশম

১৪.    'বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণেকে হাতে দড়ি, ক্ষণকে চাঁদ।' চরণ দুটি কার রচনা?

ক. আলাওল    খ. ভারতচন্দ্র রায় গুণাকর

গ. মনসামঙ্গল    ঘ. অন্নদামঙ্গল

১৫.    'সোনা-রূপা নহে বাপা এ বেঙ্গা পিতল। ঘসিয়া মাজিয়া বাপু করেছ উজ্জ্বল।' -কোন কাব্যের?

ক. শিবমঙ্গল    খ. ধর্মমঙ্গল

গ. চণ্ডীমঙ্গল    ঘ. অন্নদামঙ্গল

১৬.    মধ্যযুগের শিব উপাসক যোগী সম্প্রদায়ের ধর্ম কী ছিল?

ক. খ্রিস্টান    খ. নাথ ধর্ম

গ. সনাতন    ঘ. বৈষ্ণব ধর্ম

১৭.    আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে?

ক. কোরেশী মাগন ঠাকুর    খ. দৌলত কাজী

গ. আলাওল    ঘ. মরদন

১৮. রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে?

ক. দৌলত কাজী

খ. দৌলত উজীর বাহরাম খান

গ. মুহম্মদ কবীর    ঘ. শাহ মুহম্মদ সগীর

১৯. 'মর্সিয়া সাহিত্য' বাংলা সাহিত্যের কোন যুগে রচিত হয়?

ক. প্রাচীন যুগ    খ. মধ্যযুগ

গ. আধুনিক যুগ    ঘ. অন্ধকার যুগ

২০.    মর্সিয়া সাহিত্যের হিন্দু কবি কে?

ক. বাসুদেব    খ. রঞ্জিত মলি্লক

গ. বিদ্যুৎ সরকর    ঘ. রাধারমণ গোপ

২১.    'মহুয়া' পালাটির রচয়িতা কে?

ক. দ্বিজ কানাই    খ. মনসুর বয়াতি

গ. নয়নচাঁদ ঘোষ     ঘ. দ্বিজ ঈশান

২২.    'হারমণি' কী? এটির সংকলক কে?

ক. প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুর উদ্দীন

খ. পুঁথি, আলাওল

গ. উচ্চাঙ্গ সংগীত, ওস্তাদ আয়েত আলী

ঘ. প্রাচীন সাহিত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২৩. জর্জ গিয়ার্সন কোন অঞ্চল থেকে 'মানিকচন্দ্র রাজার গান' সংগ্রহ করেছেন?

ক. গোপালগঞ্জ    খ. রংপুর

গ. ফরিদপুর    ঘ. শরিয়তপুর

২৪.    বটতলার পুঁথি বলতে কী বোঝায়?

ক. মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি

খ. বটতলা নামক স্থানে রচিত কাব্য

গ. দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য

ঘ. অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য

২৫.    পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন?

ক. ফকির গরীবুল্লাহ    খ. সৈয়দ হামজা

গ. মালেক মুহম্মদ    ঘ. দানেশ

২৬.    বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?

ক. দ্বিজেন্দ্রলাল রায়    খ. রজনীকান্ত সেন

গ. মাইকেল মধুসূদন দত্ত    ঘ. অতুলপ্রসাদ সেন



উত্তরমালা : ১. গ ২.খ ৩.ক ৪.ক ৫.খ ৬.গ ৭.ঘ ৮.খ ৯.ক ১০.ঘ ১১.ঘ ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.খ ১৮.ঘ ১৯.খ ২০.ঘ ২১.ক ২২.ক ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.গ

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।