Topic: যারা মিনি FM ট্রান্সমিটার সম্পর্কে অভিজ্ঞ যার প্লিজ টপিকটা দেখুন ।
অনেকদিন ধরেই [প্রায় ছয়মাসের]মত আমার একটা শখ ছিল FM ট্রান্সমিটার বানাব ।আর সেই থেকেই টিফিনের খরচ বাচিয়ে কিছু টাকা জমাতে শুরু করলাম আরপ্রতিদিন রাতে ঘুমের ভেতর ,দিনে জেগে জেগে FM ট্রান্সমিটারের স্বপ্ন দেখতে শুরু করলাম ।তো গতকাল টাকা নিয়ে রওয়ানা হলাম নরসিংদী পার্টসগুলো[ট্রানজিস্টার,ক্যাপাসিটর ইত্যাদী]ক্রয় করার জন্য ।আমি যখন নরসিংদী গিয়ে পৌছলাম তখন বাজে সকাল ১০ টা র মত ।কিন্তু পাগলের মত নরসিংদী চষে বেরিয়েও FM ট্রান্সমিটারের জন্যউল্লেখ্যিত পার্টসগুলো পেলাম না ।পথে ফিরতে ফিরতে সংগীতার কাছাকাছি একটা দোকান পেলাম এবং দোকানদার বলল এগুলো আছে শুধু ভ্যারোবোর্ড নেই ।দাম ১২০ টাকা ।তো নিয়ে খুশী মনে বাড়ি ফিরলাম ।বাড়ি ফিরে প্যাকেট থেকে পার্টসগুলো খুলেতো আমি থ!একটাও মিলেনা ।যাক গে এইগুলা দিয়েই বানালাম ফলাফল শূন্য ।
যাক এসব প্যাচাল ।এখন যে জন্য ফোরামে টপিক লিখছি সে কথায় আসি ।ফোরামে এমন কেউ কি আছেন যাদের এখানে পার্টসগুলো পাওয়া যায় এবং FM ট্রান্সমিটার বানাতে পারেন ।যদি থেকে থাকেন তবে প্লিজ আওয়াজ দেন ।আমি যত টাকাই লাগে [কেউ টাকার কথা বলার কারণে মাইন্ড কইরেন না] দরকার হলে মোবাইলটা বিক্রি করে হলেও আমি একটাতৈরী মিনিFM ট্রান্সমিটার কিনতে চাই ।প্লিজ সাড়া দেন !প্লিজ সাড়া দেন !