Topic: বড় করে নিন আপনার কম্পিউটারের লেখা।

সবার আগে দুটি ছবি দেখুন। উইন্ডোজ ৭ এর ছবি।

১ নং ছবিঃ
http://i.imgur.com/ndVMq.jpg

২ নং ছবিঃ
http://i.imgur.com/96Jfo.jpg

কোনটা ভালো লাগলো?
যাদের চোখ খুব ভালো, তাদের যেকোনোটা ভালো লাগতে পারে।
কিন্তু যারা চোখের উপর এত চাপ প্রয়োগ করতে চান না, তারা নিঃসন্দেহে বলবেন, ২য় ছবিটা ভালো লেগেছে।
কারণ, ২য় ছবিতে লেখাগুলো প্রথম ছবির তুলনায় বড় আছে।

কেমন হত, যদি আপনার পিসিতেও এরকম থাকত?
আসুন জেনে নিই, কীভাবে এটি করা যায়।
খুবই সহজ! মাত্র ১০ সেকেন্ড লাগবে!

কার্যপ্রণালীঃ
১/ প্রথমে START এ ক্লিক করে সার্চ বক্সে লিখুন RUN.
অথবা, আপনার কীবোর্ডের উইন্ডোজ বাটন (❖) আর R বাটন একসাথে চাপুন।
নিচের ছবি লক্ষ্য করুন। এরকম আসবে। এবার এখানে লিখুন CONTROL COLOR. লিখে ENTER চাপুন।
http://i.imgur.com/kDDvW.jpg

২/ এবার দেখবেন, নিচের ছবির মত একটি উইন্ডো এসেছে। ছবিতে দেখানো জায়গায় ক্লিক করুন। DESKTOP এর জায়গায় ICON সিলেক্ট করুন।

প্রথমে ছিল এরকমঃ
http://i.imgur.com/KYmTS.jpg

এরপর এরকমঃ
http://i.imgur.com/U7xF2.jpg

৩/ এবার আপনার পছন্দমত ফন্ট, ফন্টের সাইজ, কালার, বোল্ড ইত্যাদি করে নিন। তারপর APPLY করুন।
http://i.imgur.com/fMgCu.jpg

কিছুক্ষণের মধ্যেই আপনার কম্পিউটারের লেখা বড় হয়ে যাবে।

বাংলা লেখা সাধারণত উইন্ডোজ ৭ এ অনেক ছোট দেখায়।
এটি করলে আপনি বাংলা লেখাও অনেক বড় দেখতে পাবেন।

কেমন লাগলো, জানাবেন। সবাইকে ধন্যবাদ।