Topic: বিখ্যাত কিছু মানুষ যারা অন্য ধর্ম থেকে ইসলামের ছায়াতলে এসেছেন,পর্ব-১।

বিশ্বের প্রায় ১৬০ কোটি মানুষ আজ ইসলাম ধর্মের অধিকারী যাদের প্অধিকাংশই জন্মগতভাবে।সাথে সাথে চলছে ইসলামের প্রসার বিশেষ করে ইউরোপ আমেরিকার মানুষ আগের চেয়ে এখন অনেক বেশি ইসলামের দিকে ঝুকে পড়েছে।এমনই কিছু বিখ্যাত নও-মুসলিমদের কথা বলবো যারা জন্মেছিলেন অন্য ধর্মে কিন্তু আল্লাহর রহমতে অবশেষে ইসলামের ছায়াতলে এসেছেন।

১। মোহাম্মদ আলি:
   পূর্বের নাম- কেসিয়াস মার্সেলাস ক্লে।
এই ব্যক্তি সম্পর্কে আশা করি আপনাদের নতুন করে বলার কিছু নেই যাকে বিশ্বের সর্বকালের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বক্সারদের একজন বলা হয়।
  জন্ম-১৭ জানুয়ারি,১৯৪২
  ক্যারিয়ার- ৩ বার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ান।
              ১৯৬০ সালের রোম অলিম্পিকে জিতেছেন "সোনা" ।
              ফাইট-৬১টি,জিতেছেন-৫৬টিতে,পরাজয়-৫টিতে, নকআউট করেছেন-৩৭ বার।
ইসলাম গ্রহণ- মার্চ ৬,১৯৬৪।
  বিয়ে- ৪ বার, সন্তান- সাত মেয়ে এবং ২ ছেলে।  tongue

http://web.hcsps.sa.edu.au/projects/heroes/josh/ali%205.jpg

আলীর বিখ্যাত বক্সিং গ্লোব-
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/63/Muhammad_Ali%27s_boxing_gloves.jpg/624px-Muhammad_Ali%27s_boxing_gloves.jpg

২। ম্যালকম এক্স(Malcolm X)

   মুসলিম নাম- মালিক শাহবাজ
    জন্ম- মে ১৯,১৯২৫
   মৃত্যু- ফেব্রুয়ারি ২১,১৯৬৫
এই মানুষটিও অনেক বিখ্যাত,বিশেষ করে আফ্রিকান আমেরিকানদের মাঝে,ইনি ছিলেন মার্টিন লুথার কিং এর কাছের মানুষ।
ইসলাম গ্রহণ- ১৯৫০ সালে।
বায়োগ্রাফি- ম্যালকম এক্স ছোট বেলা থেকেই ছোট খাটো ক্রাইমের সাথে জড়িয়ে পড়েন,এর জন্য  তার ৮ বছরের জেলও হয়।জেলে থাকার সময় একদিন তার ভাই তাকে চিঠি লিখে Nation of Islam সংগঠনের কথা বলেন,যারা সাদা-কালো ভেদাভেদে বিশ্বাসী নয়,এই অবস্থায় তিনি একদিন Nation of Islam এর পরিচালক এলিজাহ মুহাম্মদ এর চিঠি পান,যেখানে এলিজাহ তাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলেন এবং তার অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করে নতুন এক জীবন শুরু করতে বলেন।আর এভাবেই তিনি ১৯৫০ সালে জেলে থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করেন।তিনি সারা জীবন ইসলমের জন্য এবং বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে গেছেন।ফেব্রুয়ারি ২১,১৯৬৫ বিপথগামী কিছু Nation of Islam এর কর্মীদের গুলিতে নিহত হন। তিনি তার জীবদ্দশায় তিনটি মসজিদ নির্মাণ করেছেন।

http://cache2.allpostersimages.com/p/LRG/27/2784/74RTD00Z/posters/malcolm-x.jpg
   
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/05/Malcolm_Shabazz_Mosque.jpg/800px-Malcolm_Shabazz_Mosque.jpg

ম্যালকম এক্স মসজিদ,নিউ ইয়র্ক।


৩। ক্রিস ইউবাঙ্ক(Chris Eubank)
  পুরো নাম- ক্রিস্টোফার লিভিংস্টোন ইউবাঙ্ক
  জন্ম- আগস্ট ৮,১৯৬৬
  ইসলাম গ্রহণ- ২০০৬ সালে
  বায়োগ্রাফি- ক্রিস ইউবাঙ্ক একজন ব্রিটিশ বক্সার যিনি ৫ বার অপরাজিত মিডলওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। সর্বমোট ৫২টি ফাইটের মধ্যে ৪৫টিতে জিতেছেন,৫টিতে হেরেছেন এবং ২টিতে ড্র করেছেন।
তিনি ইরাক যুদ্ধের প্রতিবাদে ২০০৩ সালে তার গাড়িতে TONY BLAIR! MILITARY OCCUPATION CAUSES TERRORISM" ব্যানার টাঙিয়ে পার্লামেন্ট হাউসের সামনে বিক্ষোভ করেন।
মুসলমান হওয়ার প্রয়ে তার উক্তি-

When I realised I had sense, I was on my mother's knee in church, so I was brought up with God being the cornerstone of my life, and my understanding of Islam is that if you are a good Christian then you are a Muslim. This view some would not agree with, however this is my view. So long as you believe in doing good and not promoting badness then you are God's man or woman.—Chris Eubank, 21 June 2006

.

http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/53/Chriseubank.jpg/400px-Chriseubank.jpg
৪। দাউদ হার্ন্সবাই আলী (Dawud Wharnsby Ali)
  পূর্বের নাম- David Howard Wharnsby
  জন্ম- ২৭ জুন ,১৯৭২
  ইসলাম গ্রহণ- ১৯৯৩ সালে
  বায়োগ্রাফি- দাউদ হার্ন্সবাই একজন কানাডিয়ান গায়ক ও গীতিকার। ১৯৯১ সালে Three O'Clock Tea গানের মধ্যমে তিনি গানের জগতে আত্মপ্রকাশ করেন। ২০০৭ সালে তার Out Seeing The Fields এলবামে তিনি ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনকারী মানবাধিকার কর্মী "Rachel"ইসরাইলীদের দ্বারানিহত হওয়ার স্মরণে "Rachel" নামে একটি গান গান যা সেই সময় অনেক জনপ্রিয়তা পায়।
এখন পর্যন্ত তিনি ৯টি গানের এলবাম রিলিজ করেছেন।
http://c2so.reverbnation.com/data_public/artist/image/157/1575988/1305662131_Dawud_Wharnsby.jpg

Dawud Wharnsby - Rachel Corrie

এছাড়াও আছেন-
Alexander Litvinenko
সাবেক কেজিবি অফিসার,যিনি কেজিবির বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধীতা করেছিলেন। যার ফলে ২০০৬সালে তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়। বিষ খাওয়ানোর ১০ দিন আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
http://upload.wikimedia.org/wikipedia/en/9/99/AlexanderLitvinenko.jpg

Ahmad Thomson
ব্রিটিশ ব্যারিষ্টার এবং ব্রিটিশ বার এসোসিয়েশন এর সদস্য।
http://www.hayatcanada.com/wp-content/uploads/2011/06/3471526310_df81f0d1c4.jpg

সামনের পর্বে আরও কিছু ধর্মান্তরিত মুসলমানদের বিষয়ে লেখার ইচ্ছা আছে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: বিখ্যাত কিছু মানুষ যারা অন্য ধর্ম থেকে ইসলামের ছায়াতলে এসেছেন,পর্ব-১।

শেষের জন কে চিনি, তবে খুব আশ্চার্্যান্বিত হইলাম।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books