Topic: "পেঙ্গুইন মেলা - ২০১১" ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
পাইরেসির কালিমামুক্ত দেশ গড়ার লক্ষ্যে লিনাক্স ও ওপেন সোর্স ভিত্তিক সফটওয়্যারকে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস বাংলাদেশ) এর আয়োজনে লিনাক্স ও উন্মুক্ত সোর্স ভিত্তিক সফটওয়্যার ও সেবাসমূহ নিয়ে জনসচেতনতামূলক আয়োজন "পেঙ্গুইন মেলা - ২০১১" অনুষ্ঠিত হবে আগামী ৭ ই আগস্ট ২০১১ইং, রবিবার, সকাল ১০:৩০টা থেকে দুপুর ০১:৩০টা পর্যন্ত, ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র মিলনায়তন কক্ষে। আয়োজনে সহযোগীতা করছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব।
উক্ত অনুষ্ঠানে পাইরেসি, ওপেনসোর্স ও লিনাক্স বিষয়ে আলোচনার পাশাপাশি আরো রয়েছে অংশগ্রহনকারী দর্শকদের সাথে মতামত বিনিময় ও সরাসরি আলোচনার সুযোগ। এছাড়া অনুষ্ঠানস্থল থেকে ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া'র সংকলিত ডিভিডি এবং লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রোর আইএসও পেনড্রাইভে কিংবা পছন্দের মিডিয়াতে সংগ্রহ করা যাবে। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে আগ্রহী যে কেউই অংশগ্রহণ করতে পারবেন।
====
অনুষ্ঠানের শিরোনামঃ "পেঙ্গুইন মেলা - ২০১১" - ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আয়োজকঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
সহযোগীতায়ঃ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব,ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা।
তারিখ ও সময়ঃ ৭ই আগস্ট ২০১১, রোজ রবিবার। সকাল ১০:৩০মিনিট থেকে দুপুর ১:৩০ মিনিট
আয়োজন স্থলঃ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ধানমন্ডি, ঢাকা।
===
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। অনুষ্ঠানে যোগদানে কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
দেখা হবে আপনাদের সাথে।