Topic: ত্বকের প্রদাহের প্রতিকার চাই
আমার বয়স ২৮ বছর। আমার অনেক দিন ধরে মুখ এবং মাথার ত্বকের সমস্যা রয়েছে। সমস্যা গুলো হলোঃ-
১। থুতনির দুই পাশে, উপরের ঠোটের দুই পাশে, নাকের দুই ফুটার পাশে, ভুরুতে, কানের লতির পিছনে অমসৃন ত্বক, গোলাপী কিংবা লাল রঙ্গের গোটা বা র্যাশ হাত দিলে অনুভুত হয়, তির তির করে চুলকায় এবং খুসকির মতো আশ আশ, সাদা সাদা মরা চামড়া উঠে, (দাড়ি গোফ বড় হলে বেশি চুলকায়), বেশি চুলকালে জ্বলে এবং উক্ত স্হান থেকে পানির মতো বের হয়ে ভিজে থাকে এবং পরে শুকিয়ে যায়।
২। মাথায় ও প্রচন্ড চুলকায় এবং উপরোক্ত সমস্যা হয়। মাথা হাত দিয়ে ঝাড়া দিলে মরা চামড়াগুলো পড়তে থাকে।(আগে খুশকি মনে করতাম)
৩। চুলকানোর জায়গাগুলো ফোলা ফোলা চাকার মতো থাকে।(আমার এলার্জি নাই মানে কোন কিছু খেলে চুলকানো শুরু হওয়া)
৪। বেশিরভাগ আক্রান্ত জায়গার ত্বক সাদাটে মতো দেখতে লাগে, ঠোটের পাশের জায়গাগুলি কালচে লালচে মতো হয়ে থাকে যা খুব বিশ্রী লাগে।
গুরুত্ব নাদিয়ে সমস্যাটা বেড়ে গিয়েছিল। শেষে রাজশাহী আউটডোরে দেখিয়েছিলাম-ইকোনেটপ্লাস ক্রিম আর কিছু ট্যাবলেট দিয়েছিল আর মাথার জন্য, KTZ PLUS শ্যাম্পু দিয়েছিল। ক্রিম ব্যবহার করলে চুলকানো বন্ধ হতো কিন্তু, আক্রান্ত জায়গাটারও কিছুটা উন্নতি হতো কিন্তু পুরো ভাল হতো না। শেষে হোমিও খেতে লাগলাম-অনেকদিন খাওয়ার পর অনেকটা নিয়ন্ত্রনে চলে এসেছে কিন্তু পুরো ভাল হচ্ছে না, ইদানিং মনে হচ্ছে একটু একটু করে আবার বাড়ছে।
দয়া করে একটা সুপরামর্শ দেবেন আশা করি। এটা কি ছোয়াচে রোগ? আমার সংশ্পর্ষে এসে কি কারও এই সমস্যা হতে পারে?