Topic: শিশুর গলাব্যথা ও টনসিলের ইনফেকশন।

গলাব্যথার অন্যতম কারণ টনসিলের ইনফেকশন। যদিও টনসিলের সমস্যা সব বয়সেই হয়ে থাকে তারপরও শিশুদের ক্ষেত্রে টনসিলের ইনফেকশন একটু বেশি। টনসিলের এ ইনফেকশনকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ।

টনসিলের ইনফেকশন :
সাধারণত ভাইরাসের সংক্রমণে টনসিলের প্রদাহ হয়ে থাকে। বিশেষ করে সর্দি-কাশির জন্য দায়ী ভাইরাসগুলোই এই কাজটি করে থাকে। এছাড়া ব্যাকটেরিয়ার কারণে বিশেষ করে স্ট্রেপটোক্কাস গোত্রের ব্যাকটেরিয়া টনসিলের প্রদাহ সৃষ্টি করে থাকে। যে কোনো বয়সেই টনসিলের ইনফেকশন বা টনসিলাইটিস হতে পারে। শৈশবে এটা বেশি দেখা যায় তবে বয়স্কদের বেলায়ও এটি হয়ে থাকে।

উপসর্গ :
টনসিলের ইনফেকশন হলে মূলত গলাব্যথা হয়, গিলতে অসুবিধা হয়।
শরীরে সামান্য জ্বর থাকে।
অনেক সময় গলার স্বর পরিবর্তিত হয়, নিঃশ্বাসে দুর্গন্ধ থাকে।
সঙ্গে শিশুর খাবার গ্রহণে অনীহা কিংবা নাক দিয়ে পানি ঝরা ইত্যাদি থাকতে পারে।
অনেকের ক্ষেত্রে গলার বাইরে গ্রন্থি ফুলে যেতেও দেখা যায়।
ভাইরাসজনিত টনসিলাইটিসে টনসিলের প্রদাহ ধীরে ধীরে বাড়ে। ফলে উপসর্গগুলোও ধীরে ধীরে আবির্ভূত হয়। অন্যদিকে ব্যাকটেরিয়াজনিত টনসিলাইটিস হঠাৎ তীব্রভাবে আক্রমণ করে। ফলে গলাব্যথা হঠাৎ করেই দেখা দেয়।

চিকিৎসা :
টনসিলের চিকিৎসা নির্ভর করে বিভিন্ন কারণের ওপর। যদি ব্যাকটেরিয়াজনিত কারণে হয়ে থাকে তাহলে রোগীকে যথাযথ এন্টিবায়োটিক দিতে হয়। ভাইরাসের জন্য হলে ৫-৭ দিনের মধ্যে এমনিতেই সেরে যায়, সেক্ষেত্রে উপসর্গ অনুযায়ী চিকিৎসা করা হয়। চিকিৎসার পর উপসর্গ চলে গেলেও টনসিলের আকৃতি ছোট হতে কিছুটা সময় নেয়। কয়েক মাস পর্যন্ত টনসিল বাড়তি আকৃতিতে থাকতে পারে। অনেক ক্ষেত্রে ওষুধে না সারলে সে ক্ষেত্রে রোগের তীব্রতা ও আক্রমণের হার বিবেচনা করে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অপারেশন কখন করতে হয়?

বর্তমানে যে অবস্থায় টনসিল অপারেশনের কথা বলা হয়ে থাকে সেগুলো হলো:
টনসিল বড় হওয়ার জন্য ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হলে বা নাক ডাকলে।
ঢোক গিলতে বা খেতে বেশি অসুবিধা হলে।
এছাড়া এক বছরের মধ্যে ৫-৭ বার করে একাধারে দুই বছর কিংবা প্রতিবছর বা একাধারে দুই বছরে ৩ বার করে পর পর  তিন বছর টনসিলের ইনফেকশন হলে অপারেশনের কথা বলা হয়।

টনসিলে একবার ফোঁড়া বা পুঁজ হলে ৬ মাস যথাযথ চিকিৎসার পরও রোগ না সারলে:

অনেকেই শিশুদের টনসিল অপারেশনের কথা বললে ভয় পান। আসলে টনসিল অপারেশনে ভয়ের কিছুই নেই। অনেকেই প্রশ্ন করেন অপারেশন করলে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে কি না? এর উত্তর হচ্ছে_টনসিলের অসুবিধা দূর করার জন্যই অপারেশন, আর ভবিষ্যতে যাতে টনসিলের ইনফেকশন থেকে জটিলতা না হয় তা রক্ষার জন্যই অপারেশন করা হয়। কাজেই টনসিল ফেলে দেওয়ার জন্য ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দেয় না।

লেখক:
ডা. সজল আশফাক
সহযোগী অধ্যাপক, নাক কান গলা বিভাগ
হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল।

টনসিলাইটিস শিশুদের একটি কমন রোগ,অনেকে গুরুত্ব দেন না আবার অনেকেই ভয় পান। তবে এর চিকিত্সা তেমন কঠিন না,আর টনসিল সম্পর্কে এরকম পূর্ণাঙ্গ তথ্য আশা করি সবাইকে এই বিষয়ে সচেতন করবে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: শিশুর গলাব্যথা ও টনসিলের ইনফেকশন।

টন্সিল অপারেশন করালে কোন সমস্যা হয় না। অনেকে জিজ্ঞাসা করে - গলার স্বর বদলিয়ে যাবে কি না? না, বদলাবে না।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books