Topic: মজিলা ফায়ারফক্স এ কিভাবে ওয়েবসাইট বুকমার্ক এ সেভ করে রাখবেন
আমরা প্রতিদিন অনেক প্রয়োজনীয় ওয়েবসাইট এ যাই, তার মধ্যে কিছু আমাদের ভাল লাগে, কিছু আবার পেজ লোড হবার আগেই ক্যান্সেল করে দেই। এরই মধ্যে কিছু ওয়েবসাইট থাকে, যেগুলো পরে আবার কাজে লাগতে পারে। এ জন্য সব ব্রাউসার এই bookmark অপ্শন টি থাকে।
1) যে কোনও ওয়েব সাইট লোড হবার পর ফায়ারফক্স থেকে নিচের মত খুব সহজেই বূকমার্ক করে রাখতে পারেন।
2) Done এ ক্লিক করুন
3) লোড করার জন্য ফায়ারফক্স ওপেন করে bookmark থেকে যে নামে done করেছেন ওপেন করুন।
4) অনেক গুলো সাইট বুকমার্ক করা হয়ে গেলে আপনি বক্ক্মার্ক গুলোর ব্যাকাপ রেখে দিতে পারেন, কেননা উইনডোজ সেটাপ দিলে বুকমার্ক গুলো চলে যাবে। দেখুন
ছবির মত ক্লিক করুন বা (কন্ট্রোল + শিফ্ট + B) চাপুন
5) এরপর নিচের ছবির মত ইমপোর্ট & ব্যাকাপ এ ক্লিক করে ব্যাকাপ দিন
6) ফাইল টি সি ড্রাইভ ছাড়া অন্য কোনও ড্রাইভ এ সেভ করুন, লক্ষ করুন ফাইল ফর্ম্যাট টি কিন্তু json
উইনডোজ সেটাপ দিলে ফায়ারফক্স ইন্সটল করুন , এবং
ছবির মত ক্লিক করুন বা (কন্ট্রোল + শিফ্ট + B) চাপুন
7) ইমপোর্ট এণ্ড ব্যাকাপ থেকে Restore দিন
8) ফাইল টি দেখিয়ে দিন
9) ওকে দিন
10) ফাইল টি কোথায় সেভ করেছেন ভুলে গেলে ভিস্টা বা সেভেন এ json দিয়ে সার্চ দিন, এক্সপি হলে সার্চ হোল কম্পিউটার দিয়ে *.json দিয়ে সার্চ দিন, পেয়ে যাবেন।
আপনি অনলাইন এও ব্যাকাপ টি রাখতে পারেন, এ জন্য আপনাকে এড ওন হিসেবে এক্সমার্কস ব্যবহার করতে পারেন। পাওয়া যাবে এখানে:
এখানে