Topic: মজিলা ফায়ারফক্স এ কিভাবে ওয়েবসাইট বুকমার্ক এ সেভ করে রাখবেন

আমরা প্রতিদিন অনেক প্রয়োজনীয় ওয়েবসাইট এ যাই, তার মধ্যে কিছু আমাদের ভাল লাগে, কিছু আবার পেজ লোড হবার আগেই ক্যান্সেল করে দেই। এরই মধ্যে কিছু ওয়েবসাইট থাকে, যেগুলো পরে আবার কাজে লাগতে পারে। এ জন্য সব ব্রাউসার এই bookmark অপ্শন টি থাকে।
1)    যে কোনও ওয়েব সাইট লোড হবার পর ফায়ারফক্স থেকে নিচের মত খুব সহজেই বূকমার্ক করে রাখতে পারেন। http://my.jetscreenshot.com/2862/m_20100426-jdwn-21kb.jpg 
2)    Done এ ক্লিক করুন
http://my.jetscreenshot.com/2862/m_20100426-vbeu-15kb.jpg
3)    লোড করার জন্য ফায়ারফক্স ওপেন করে bookmark থেকে যে নামে done করেছেন ওপেন করুন।
http://my.jetscreenshot.com/2862/m_20100426-58mo-23kb.jpg
4)    অনেক গুলো সাইট বুকমার্ক করা হয়ে গেলে আপনি বক্ক্মার্ক গুলোর ব্যাকাপ রেখে দিতে পারেন, কেননা উইনডোজ সেটাপ দিলে বুকমার্ক গুলো চলে যাবে। দেখুন
http://my.jetscreenshot.com/2862/m_20100426-wadf-13kb.jpg

ছবির মত ক্লিক করুন বা (কন্ট্রোল + শিফ্ট + B) চাপুন
5)    এরপর নিচের ছবির মত ইমপোর্ট & ব্যাকাপ এ ক্লিক করে ব্যাকাপ দিন
http://my.jetscreenshot.com/2862/m_20100426-4kdg-19kb.jpg
6)    ফাইল টি সি ড্রাইভ ছাড়া অন্য কোনও ড্রাইভ এ সেভ করুন, লক্ষ করুন ফাইল ফর্ম্যাট টি কিন্তু json
http://my.jetscreenshot.com/2862/m_20100426-nwdd-30kb.jpg
উইনডোজ সেটাপ দিলে ফায়ারফক্স ইন্সটল করুন , এবং http://my.jetscreenshot.com/2862/m_20100426-wadf-13kb.jpg

ছবির মত ক্লিক করুন বা (কন্ট্রোল + শিফ্ট + B) চাপুন
7)    ইমপোর্ট এণ্ড ব্যাকাপ থেকে Restore দিন
http://my.jetscreenshot.com/2862/m_20100426-ssjc-29kb.jpg
8)    ফাইল টি দেখিয়ে দিন
http://my.jetscreenshot.com/2862/m_20100426-qcrr-26kb.jpg
9)    ওকে দিন
http://my.jetscreenshot.com/2862/m_20100426-8l2a-11kb.jpg
10)    ফাইল টি কোথায় সেভ করেছেন ভুলে গেলে ভিস্টা বা সেভেন এ json দিয়ে সার্চ দিন, এক্সপি হলে সার্চ হোল কম্পিউটার দিয়ে *.json দিয়ে সার্চ দিন, পেয়ে যাবেন।

আপনি অনলাইন এও ব্যাকাপ টি রাখতে পারেন, এ জন্য আপনাকে এড ওন হিসেবে এক্সমার্কস ব্যবহার করতে পারেন। পাওয়া যাবে এখানে:
এখানে

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মজিলা ফায়ারফক্স এ কিভাবে ওয়েবসাইট বুকমার্ক এ সেভ করে রাখবেন

খুব ভালো লাগলো তথ্যটা যেনে। ব্যাকাপ এবং রি-ইনস্টল টা জানতাম না। কাজে লাগবে। একটা + না দিলেই নয়।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: মজিলা ফায়ারফক্স এ কিভাবে ওয়েবসাইট বুকমার্ক এ সেভ করে রাখবেন

ভালো জিনিস জানতে পারলাম