Topic: মোবাইলে ওয়েবক্যাম!

http://series60.kiev.ua/uploads/posts/2011-01/1295894478_1242954.jpg


ইন্টারনেটে ভিডিও চ্যাট করার জন্য কম্পিউটারে ওয়েবক্যাম থাকতে হয়। ভিডিও চ্যাটে কথা বলার পাশাপাশি একে অন্যের ছবি (ভিডিও) দেখার সুযোগ রয়েছে। ওয়েবক্যামের মাধ্যমে ধারণ করা ভিডিও অন্য প্রান্তের ব্যবহারকারীর কাছে পৌছে। যাঁদের ওয়েবক্যাম নেই, তাঁরা মোবাইলকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। নকিয়ার যেসব হ্যান্ডসেটে অপারেটিং সিস্টেম হিসেবে সিমবিয়ান তিন থেকে সংস্করণ পাঁচ পর্যন্ত ব্যবহার করা হয়েছে, সেসব হ্যান্ডসেটে এ সুবিধা পাওয়া যাবে। সুবিধাটি পাওয়ার জন্য 'মবিওলা ওয়েবক্যাম' নামের একটি সফটওয়্যার মোবাইলে ইনস্টল করে নিতে হবে।
http://www.ziddu.com/download/15042142/ … 3.rar.html অথবা http://www.mediafire.com/?1wo064513zm2d3i সাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে। কম্পিউটারে ইনস্টল করে মোবাইলের রেজিস্ট্রেশন লাইসেন্স বের করতে হবে। এ জন্য কম্পিউটারে সফটওয়্যারটির 'প্যাচ' ইনস্টল করার পর ইউএসবি কেবল দিয়ে মোবাইলটি কম্পিউটারে সংযুক্ত করতে হবে। তাহলে মোবাইল ফোনটিই কম্পিউটার ওয়েবক্যাম হিসেবে দেখাবে। ভিডিও চ্যাটিংয়ের সময় মোবাইলের ক্যামেরাও চলতে থাকবে।
যাঁরা ইউএসবি কেবল দিয়ে কম্পিউটারের সঙ্গে মোবাইল সংযুক্ত করার ঝামেলায় যেতে চান না, তাঁরা ব্লুটুথের মাধ্যমেও কম্পিউটারের সঙ্গে মোবাইল সংযুক্ত করতে পারেন। এ জন্য www.warelex.com থেকে ওয়্যারলেক্স সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
সুত্রঃ কালেরকন্ঠ

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: মোবাইলে ওয়েবক্যাম!

ভাইয়া জাভা সেটের জন্য এরকম কোন সফট নাই ?

যাহারা ডাউনলোডাইতে পছন্দ করেন শুধুমাত্র তাহাদের জন্য http://i29.servimg.com/u/f29/16/29/78/77/tuhin10.gif


Re: মোবাইলে ওয়েবক্যাম!

জাভা সেট এ এত বড় সফট চলবে না তো !!

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: মোবাইলে ওয়েবক্যাম!

অ ...বুঝছি ।

যাহারা ডাউনলোডাইতে পছন্দ করেন শুধুমাত্র তাহাদের জন্য http://i29.servimg.com/u/f29/16/29/78/77/tuhin10.gif


Re: মোবাইলে ওয়েবক্যাম!

জাভা সেট এ অনেক কিছুই চলে না। সিম্বিয়ান সেট কিনব ভাবছি। waiting