Topic: প্রিয় স্বাধীনতা

"প্রিয় স্বাধীনতা"
শেষ বিকেল

তুমি সুদূর আকাশে ঝিকিমিকি তরার
নীল আলোর পুন্জ্ঞ
আবার কোন খড়ের ছাউনী ঝিরিঝিরি হাওয়ায়
সু-শিতল ছায়ার কুন্জ্ঞ।
তুমি পাপড়ি মেলা গোলাবি গাল
গোলাবি গোলাবি বাসর
তুমি রঙ্গিন পাখায়
চপল চঞ্চল প্রজাপতিদের দোসর।
তুমি বাসন্তী দিনে হলুদ বিকেলে
হলুদিয়া হলুদ ফুল
কখনও আবার সাদা মেঘের আকাশে
কাশের বাকা নদীর কূল।
তুমি গোধুলি লগনে বর্ষায় ভেজা
ভ্রমরার ঝিঙ্গে ফুল
কখনও তুমি শিতের ক্ষনে
মৌ মৌ মাখা মকুল।
তুমি জোসনা রাতে হাসনা হেনা
আর রাখালীয়া রাখালী সুর
তুমি ফসলের বুকে সোনা মাখা ধান
সোনা মাখা রৌদ্দুর।
তুমি বটের শাখে ঝুলে থাকা কোন
সরসী কন্যার চুল
তুমি বর্ষার দিনে মাধবীলতা
নব বধুর কানের দুল।
তুমি ফাগুন দিনে চিলের কোঠায়
বিকেলের চিলে ঘুড়ি
তুমি রুন ঝুনঝুন বোনের হাতে
লাল-গোলাবি চূড়ি।
তুমি বিলের জলে কলমিলতা
শাপলা ফুলের হাসি
তুমি লাঙ্গল কাধে জমির চাষে
কদামাখা কোন চাষী।
তুমি বাদলার দিনে ঘরের কোনে
চড়ুই পাখির আশা
তুমি তালের বনে তালের পাতায়
বাবুই পাখির বাসা।
তুমি সবুজের বুকে ফ্যাকাশে সবুজ
উউড়ে চলা সরস পাখি
তুমি শরৎ এর আকাশে আবির রাঙ্গা
মেঘেদের আকি বুকি।
তুমি বাংলার বুকে বাঙ্গালীর মুখে
শিশুদের অবুজ কথায়
তুমি আমার মায়ের দুঃক্ষ সুখে
প্রিয় স্বাধীনতায়।
                                  ১৮/০৭/০৬ইং
                      পুলিশ কন্ট্রোলরুম শাহাবাগ,ঢাকা

শেষ বিকেল


Re: প্রিয় স্বাধীনতা

সুন্দর কবিতা। applause



Re: প্রিয় স্বাধীনতা

সুন্দর কবিতা। কিন্তু ভাই আমার মনে হচ্ছে আপনি পুলিশ না হয়ে কবি হলে বেশি ভাল হতো।  thinking