Topic: তবুও ওদের স্বাগতম

"তবুও ওদের স্বাগতম"
শেষ বিকেল

ওরা বলে তুমি নাকি কষ্টের !
আমি বলি তুমি অনন্ত সুখের
আসলে কি তাই?
তুমিতো কষ্টে জমানো কথা
এ শুকনো বুকের।
কেমনে বুঝিবে ওরা
তুমি কষ্টের আদলে সুখ,
তোমার স্পর্শে সাজায়
আমার এ অশান্ত বুক।
তারপরও সত্য
তোমার বিরহে লিখতে হয় আমাই
তাই তো তোমার মাঝে খুজি
সেই আমার তোমাই ।
কি অবাক হলে ?
সত্যি তো খুজি
ধূসর রঙ্গে সাজানো অঙ্গ,
চেতনা আর কল্পনাই
আমার দু' চোখে যার রঙ্গ।
প্রশ্ন করবে ?
আমি ও জানি না
এ কোন অসিম শক্তি।
আমার হৃদয়ের রঙ্গে সাজানো
প্রেমে কিংবা অপভক্তি।
আসলেই তুমি প্রেম
আমার কলমের মূছনা,
তাইতো কাল কালিতে
আকি আল্পনা।
আকি তোমার পায়ে
পূজার অর্চনা।
কেমনে বুঝিবে ওরা
এ গোপন অভিশার
আর অভিশারের কথা।
তোমার মাঝে কত সুখ-বেদনা
আমার আপন ব্যাথা।
তবুও ওদের স্বাগতম
বিরহের ব্যাথা বোজে যারা
আমার মত তোমাকে খোজে
তোমার মাঝেই তারা।

                                     ২৬/১২/০৫ইং
                                     চাচড়া,যশোর।

শেষ বিকেল