Topic: মজিলাতে PASSWORD SAVE করেছেন, তো মরেছেন!!
আমরা বিভিন্ন সাইটে লগ ইন করার সময় কখনো কখনো পাসওয়ার্ড সেভ করে রাখি। আর যাই করুন, মজিলাতে এটা করবেন না!
কারণ বলি......
আপনার অনুপস্থিতিতে অন্য কেউ যদি আপনার পিসিতে বসে, তাহলে মাত্র কয়েক ক্লিক এ সে জেনে যেতে পারে আপনার পাসওয়ার্ড।
কীভাবে???????
১। মজিলা অন করে সবার উপরে বাম কোনায় FIREFOX লেখায় ক্লিক করেন।
২। OPTIONS এ ক্লিক করেন। নতুন উইন্ডো খুলবে।
৩। SECURITY ট্যাব এ যান।
৪। নিচের দিকে SAVED PASSWORDS.. লেখা একটা বাটন আছে। ওটায় ক্লিক করুন।
৫। এখানে সাইটের নাম আর ইউজারনেম দেখাবে (যেসব সাইটে আপনি আপনার পাসওয়ার্ড সেভ করেছেন)। নিচে দেখেন, SHOW PASSWORDS লেখা আরেকটি বাটন আছে। ওটায় ক্লিক করুন। এরপর YES/NO অপশন আসবে, YES টিপলেই আপনার পাসওয়ার্ড দেখা যাবে, পুরা ফকফকা!!
১০ সেকেন্ডের কম সময় লাগবে আপনার পাসওয়ার্ড চুরি করতে। তাই সাবধান, ফায়ারফক্স এ পাসওয়ার্ড সেভ করবেন না!!