Topic: মজিলাতে PASSWORD SAVE করেছেন, তো মরেছেন!!

আমরা বিভিন্ন সাইটে লগ ইন করার সময় কখনো কখনো পাসওয়ার্ড সেভ করে রাখি। আর যাই করুন, মজিলাতে এটা করবেন না!
কারণ বলি......
আপনার অনুপস্থিতিতে অন্য কেউ যদি আপনার পিসিতে বসে, তাহলে মাত্র কয়েক ক্লিক এ সে জেনে যেতে পারে আপনার পাসওয়ার্ড।
কীভাবে???????
১। মজিলা অন করে সবার উপরে বাম কোনায় FIREFOX লেখায় ক্লিক করেন।
২। OPTIONS এ ক্লিক করেন। নতুন উইন্ডো খুলবে।
৩। SECURITY ট্যাব এ যান।
৪। নিচের দিকে SAVED PASSWORDS.. লেখা একটা বাটন আছে। ওটায় ক্লিক করুন।
৫। এখানে সাইটের নাম আর ইউজারনেম দেখাবে (যেসব সাইটে আপনি আপনার পাসওয়ার্ড সেভ করেছেন)। নিচে দেখেন, SHOW PASSWORDS লেখা আরেকটি বাটন আছে। ওটায় ক্লিক করুন। এরপর YES/NO অপশন আসবে, YES টিপলেই আপনার পাসওয়ার্ড দেখা যাবে, পুরা ফকফকা!!

১০ সেকেন্ডের কম সময় লাগবে আপনার পাসওয়ার্ড চুরি করতে। তাই সাবধান, ফায়ারফক্স এ পাসওয়ার্ড সেভ করবেন না!! shame on you



Re: মজিলাতে PASSWORD SAVE করেছেন, তো মরেছেন!!

বিপদ!   at wits' end

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মজিলাতে PASSWORD SAVE করেছেন, তো মরেছেন!!

এই বিপদ থেকে বাঁচার একটা ভালো উপায় পেলামঃ
মজিলা তে মাস্টার পাসওয়ার্ড ইউজ করা।(মাস্টার পাসওয়ার্ড অপশন পাওয়া যাবে এই লিখায় বর্ণিত ৫ নং ধাপের উইন্ডোতে)
তাই যারা এখনও মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করেন না, এখনই করা শুরু করুন। thumbs up
গুগল ক্রোমেও এরকম সমস্যা আছে।  worried
settings>options>personal staff>manage saved password এ যান। দেখবেন সাইট এর পাশে ডট আকারে পাসওয়ার্ড দেয়া আছে। ওই ডট এর উপর ক্লিক করেন। হালকা লেখায় show option আসবে। ক্লিক করলেই পুরা ফকফকা!! আপনার পাসওয়ার্ড যে কেউ এখান থেকে দেখে নিতে পারবে। last pass এক্সটেনশন ব্যবহার করা এর একটা বিকল্প হতে পারে। যদিও এর নিরাপত্তা কতটুকু, তা নিয়ে অনেকের মত আমিও যথেষ্ট সন্দিহান। yawn