(edited by উপল BD 2010-04-30 00:38:22)

Topic: ফায়ার-ফক্স Add-ons (পার্ট-১)।

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউসার হচ্ছে মজিলা ফায়ার-ফক্স। এর জনপ্রিয়তার একটি বড় কারণ হচ্ছে Add-ons।ফায়ারফক্সের রয়েছে বিভিন্ন ধরনের প্রায় ১০০০০ এর মত Add-ons,যা ইন্টারনেট ব্যবহারকারীদের বিভিন্ন কাজ অনেক সহজে এবং দ্রুত করে দেয়। আর তাই এতো Add-ons এর মধ্যে যেগুলো আমাদের খুবই প্রয়োজন সেরকম Add-ons নিয়ে আলোচনা করবো,আশা রাখি আপনারও আমার সাথে অনেক কিছু শেয়ার করবেন। ধন্যবাদ।
বি.দ্র. প্রতিটি Add-ons এর স্ক্রিনসট ইনস্টল লিংকেই দেওয়া আছে,তাই আর ফোরামে আলাদাভাবে দিলাম না।

১।Alart & Update:-

ক। WebMail Notifier--
               WebMail Notifier আপনার gmail, yahoo, hotmail, aol, daum, naver, nate, paran এর একাউন্টের মেইল চেক করে নিয়মিত জানাবে যে আপনার একাউন্টে কতটি নতুন ই-মেইল এসেছে।
ইনস্টল করুন--এখান থেকে
খ।ReminderFox
                 ReminderFox এর মাধ্যমে আপনি আপনার প্রতিদিন এর কাজ কর্মের লিস্ট রাখতে পারবেন। সময়মত্ (কালেণ্ডার দেওয়া আছে)ফায়ার-ফক্স আপনাকে আপনার কাজটি এলার্মের মাধ্যমে মনে করিয়ে দিবে।
ইনস্টল করুন--এখান থেকে
২। Bookmark:-
     ক। x-marks:-
                   x-marks বুকমার্কটির মাধ্যমে আপনি সহজেই আপনার প্রয়োজনীয় বুকমার্কগুলো সেভ করে রাখতে পারবেন। এটি ব্যবহার করা অনেক সহজ।আপনাকে জাস্ট x-marks এ একটি একাউন্ট (ফ্রি) খুলতে হবে,এরপর x-marks প্রতিবার আপনার ব্রাউজারটি  বন্ধ করার সময় নতুন বুকমার্ক অটোমেটিক্যালি আপনার x-marks একাউন্টে সিন্ক্রোনাইজ করে রাখবে। এরপরে আপনি যদি কখনো পিসি সেটআপ দেন তাইলেও কোনও সমস্যা নেই,আপনার x-marks একাউন্টেই সব সেভ করা থাকবে।সুতরাং সবই পেয়ে যাবেন। এর আর একটি বড় সুবিধা হচ্ছে এটি ফায়ার-ফক্স ছাড়াও ইন্টারনেট এক্সপ্লোরার,গুগল ক্রোম,সাফারিতেও চলবে।
  ইনস্টল করুন--এখান থেকে
    খ। Groowe Search Toolbar :-
                       Groowe Search Toolbar এর মাধ্যমে আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিন+সামাজিক ওয়েবসাইটগুলো একই বান্ডলে পাবেন। খুবই কাজের একটি Add-ons।
  ইনস্টল করুন--এখান থেকে
   গ। Speed Dial :-
                     Speed Dial এর মাধ্যমে আপনি আপনার সর্বোচ্চ ব্যবহৃত ওয়েবসাইটগুলোতে খুব সহজেই প্রবেশ করতে পারবেন।
ইনস্টল করুন--এখান থেকে

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ফায়ার-ফক্স Add-ons (পার্ট-১)।

আমি অলরেডি webmail notifier ব্যবহার করছি, দারুন লাগে!  :cloud9:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: ফায়ার-ফক্স Add-ons (পার্ট-১)।

উপল BD wrote:

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউসার হচ্ছে মজিলা ফায়ার-ফক্স। এর জনপ্রিয়তার একটি বড় কারণ হচ্ছে Add-ons।ফায়ারফক্সের রয়েছে বিভিন্ন ধরনের প্রায় ১০০০০ এর মত Add-ons,যা ইন্টারনেট ব্যবহারকারীদের বিভিন্ন কাজ অনেক সহজে এবং দ্রুত করে দেয়। আর তাই এতো Add-ons এর মধ্যে যেগুলো আমাদের খুবই প্রয়োজন সেরকম Add-ons নিয়ে আলোচনা করবো,আশা রাখি আপনারও আমার সাথে অনেক কিছু শেয়ার করবেন। ধন্যবাদ।
বি.দ্র. প্রতিটি Add-ons এর স্ক্রিনসট ইনস্টল লিংকেই দেওয়া আছে,তাই আর ফোরামে আলাদাভাবে দিলাম না।

১।Alart & Update:-

ক। WebMail Notifier--
               WebMail Notifier আপনার gmail, yahoo, hotmail, aol, daum, naver, nate, paran এর একাউন্টের মেইল চেক করে নিয়মিত জানাবে যে আপনার একাউন্টে কতটি নতুন ই-মেইল এসেছে।
ইনস্টল করুন--এখান থেকে
খ।ReminderFox
                 ReminderFox এর মাধ্যমে আপনি আপনার প্রতিদিন এর কাজ কর্মের লিস্ট রাখতে পারবেন। সময়মত্ (কালেণ্ডার দেওয়া আছে)ফায়ার-ফক্স আপনাকে আপনার কাজটি এলার্মের মাধ্যমে মনে করিয়ে দিবে।
ইনস্টল করুন--এখান থেকে
২। Bookmark:-
     ক। x-marks:-
                   x-marks বুকমার্কটির মাধ্যমে আপনি সহজেই আপনার প্রয়োজনীয় বুকমার্কগুলো সেভ করে রাখতে পারবেন। এটি ব্যবহার করা অনেক সহজ।আপনাকে জাস্ট x-marks এ একটি একাউন্ট (ফ্রি) খুলতে হবে,এরপর x-marks প্রতিবার আপনার ব্রাউজারটি  বন্ধ করার সময় নতুন বুকমার্ক অটোমেটিক্যালি আপনার x-marks একাউন্টে সিন্ক্রোনাইজ করে রাখবে। এরপরে আপনি যদি কখনো পিসি সেটআপ দেন তাইলেও কোনও সমস্যা নেই,আপনার x-marks একাউন্টেই সব সেভ করা থাকবে।সুতরাং সবই পেয়ে যাবেন। এর আর একটি বড় সুবিধা হচ্ছে এটি ফায়ার-ফক্স ছাড়াও ইন্টারনেট এক্সপ্লোরার,গুগল ক্রোম,সাফারিতেও চলবে।
  ইনস্টল করুন--এখান থেকে
    খ। Groowe Search Toolbar :-
                       Groowe Search Toolbar এর মাধ্যমে আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিন+সামাজিক ওয়েবসাইটগুলো একই বান্ডলে পাবেন। খুবই কাজের একটি Add-ons।
  ইনস্টল করুন--এখান থেকে
   গ। Speed Dial :-
                     Speed Dial এর মাধ্যমে আপনি আপনার সর্বোচ্চ ব্যবহৃত ওয়েবসাইটগুলোতে খুব সহজেই প্রবেশ করতে পারবেন।
ইনস্টল করুন--এখান থেকে

ভাই আমি আলরদী  সবগুলো  ইন্সটল korechi

ব্যার্থ জীবনে মৃত্যুও পাপ