(edited by অচেনাকেউ 2011-04-21 13:13:50)

Topic: পেঙ্গুইন মেলা - ২০১১ রংপুর বিভাগের আয়োজন

দেশকে সফটওয়্যার পাইরেসীর কলংক থেকে মুক্তি দিতে ও গ্লানি মুক্ত করে মাথা উঁচু করে দাঁড়াতে হলে দামী সফটওয়্যার চুরির মনোবাসনা পরিত্যাগ করতে হবে। বাংলাদেশের বর্তমান অর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে সকল ছাত্র-জনতার পক্ষে দামী সফটওয়্যার ক্রয় করে ব্যবহার করা সম্ভব নয়। তাই এর বিকল্প হল ওপেন সোর্স এবং ফ্রী সফটওয়্যারগুলো। উন্মুক্ত বা ওপেনসোর্স সফটওয়্যারের সুবিধা হল এর উৎসের কোডগুলো সকলে দেখতে পারে, ফলে লুকিয়ে কোন ক্ষতিকারক প্রোগ্রাম এতে দেয়া আছে কি না তা সহজেই বের করা যায়, যা নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সোর্সকোড উন্মুক্ত বলে আগ্রহী শিক্ষার্থীগণও এ থেকে উপকৃত হতে পারে। উন্মুক্ত সফটওয়্যার বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ মানোন্নয়ন করতে পারেন আর এজন্য এগুলো খুব দ্রুত উন্নত আর ব্যবহারবান্ধব হয়ে ওঠে। দেশকে পাইরেসীর গ্লানি ও কলংক মুক্ত করার একটা ক্ষুদ্র প্রয়াস হিসেবে FOSS Bangladesh দেশে মুক্ত সফটওয়্যার প্রসারে স্বেচ্ছাসেবা দেয়ার জন্য একটা প্লাটফরম।

এই সংগঠনের বিভিন্ন কার্যক্রমের মধ্য নিয়মিত ভাবে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। খুলনা, রাজশাহী, ঢাকা'র পরে এবার এরই ধারাবাহিকতায় রংপুরে আয়োজন করা হয়েছে পেঙ্গুইন মেলা। এর বিস্তারিত:

=========x---x---x=========

অনুষ্ঠানের শিরোনামঃ "পেঙ্গুইন মেলা - ২০১১" রংপুর বিভাগ

তারিখঃ
২২ শে এপ্রিল ২০১১, রোজ শুক্রবার।
বিকাল ৩:৩০মিনিট থেকে সন্ধ্যে ৬:৩০ মিনিট

স্থানঃ
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তন-২

আয়োজকঃ
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

সহযোগীতায়ঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর, রংপুর

অনুষ্ঠানসূচীঃ (মোট ৩ ঘন্টা)

    * লিনাক্স পরিচিতি, ইনস্টলেশন ও ব্যবহার
      (বিকাল ৩:৩০মিনিট থেকে সন্ধ্যে ৫:০০ মিনিট)
          o লিনাক্স পরিচিতি                                    -- ৩০ মিনিট
          o লিনাক্স মিন্ট পরিচিতি                             -- ৩০ মিনিট
          o লিনাক্স মিন্ট ইন্সটল ও কনফিগার করা      -- ৩০ মিনিট
    * চা-বিরতি                                                     -- ৩০ মিনিট
    * সমস্যা সমাধান
      (বিকাল ৫:৩০মিনিট থেকে সন্ধ্যে ৬:৩০ মিনিট)
          o প্রশ্নোত্তর ও বিভিন্ন সমস্যার সমাধান          -- ৩০ মিনিট
          o দর্শকের অংশগ্রহনে আলোচনা                  -- ৩০ মিনিট

ডিভিডি সংগ্রহ
অনুষ্ঠানস্থল থেকে স্বল্পমূল্যে ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া’র সংকলিত ডিভিডি সংগ্রহ করা যাবে।

=========x---x---x=========

অফটপিক: (শামীম ভাই কর্তৃক টেকটিউনসে বিচার মানি, তবে তালগাছ আমার !

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: পেঙ্গুইন মেলা - ২০১১ রংপুর বিভাগের আয়োজন

বারি ভাই , দিনাজপুর কবে রংপুর  হইল ????

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: পেঙ্গুইন মেলা - ২০১১ রংপুর বিভাগের আয়োজন

dr.shamim wrote:

বারি ভাই , দিনাজপুর কবে রংপুর  হইল ????

বিভাগ বলে কথা  happy

শিরোনামটা এভাবে পড়ুনঃ রংপুর বিভাগীয় পেঙ্গুইন মেলা ২২ শে এপ্রিল ২০১১ 

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: পেঙ্গুইন মেলা - ২০১১ রংপুর বিভাগের আয়োজন

১। ওই ভারসিটির মেন পেজে লিখা--
Hajee Mohammad Danesh Science & Technology University is the first Science and Technology University in the northern region of Bangladesh. It stands away from the urban din and bustle at a beautiful and scenic location some 13km north of Dinajpur town by the side of the intercity highway that links Dinajpur to Dhaka, the capital of Bangladesh.
২। গুগল ম্যাপ দেখুন-
http://i.imgur.com/atxNB.png 

আমি রিং ভাই কে বলব হেডলাইন বদলান হোক।

তাহলে দেখা যাবে দিনাজপুরের মানুষ বুঝবে রংপুরে হচ্ছে। আর রংপুরের মানুষ কি বুঝবে জানিনা।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: পেঙ্গুইন মেলা - ২০১১ রংপুর বিভাগের আয়োজন

dr.shamim wrote:

আমি রিং ভাই কে বলব হেডলাইন বদলান হোক।

ভাই দ্যাখেন তো এবার ঠিক আছে কি-না !

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: পেঙ্গুইন মেলা - ২০১১ রংপুর বিভাগের আয়োজন

এবার Thanku.

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: পেঙ্গুইন মেলা - ২০১১ রংপুর বিভাগের আয়োজন

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সফল ভাবে শেষ হয়েছে।
http://i51.tinypic.com/20s8eg.jpg

http://i52.tinypic.com/2liu4d3.jpg

http://i53.tinypic.com/8xlvsi.jpg

http://i52.tinypic.com/notsh4.jpg

http://i56.tinypic.com/12386y9.jpg

http://i53.tinypic.com/29wl5rn.jpg


"পেঙ্গুইন মেলা - ২০১১" রংপুর বিভাগ - এর ছবি সমূহ

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: পেঙ্গুইন মেলা - ২০১১ রংপুর বিভাগের আয়োজন

ঢাকার চেয়ে লোকজন বেশি হয়েছে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: পেঙ্গুইন মেলা - ২০১১ রংপুর বিভাগের আয়োজন

ছবির কোয়ালিটি তো দেখছি মারাত্মক!! tongue

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


১০ (edited by অচেনাকেউ 2011-04-25 15:54:28)

Re: পেঙ্গুইন মেলা - ২০১১ রংপুর বিভাগের আয়োজন

উপল BD wrote:

ছবির কোয়ালিটি তো দেখছি মারাত্মক!! tongue

আর বুইলেন না সাইদুজ্জামান ভাই  big grin

অনুষ্ঠানের খবর আবার পত্রিকাতেও  happy
প্রথম আলোঃ দিনাজপুরে হলো পেঙ্গুইন মেলা

কালের কন্ঠঃ শেষ হলো পেঙ্গুইন মেলা

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।