Topic: স্বাধীনতা
স্বাধীনতা
তুমি অরুনোদয়
তুমি আগামীর সূর্য
তুমি পবিত্র ভোর
নতুনের সূচনা
তুমি বঙ্গ ললনার মুখের হাসি
তুমি আছো তাই পথ চলি
তুমি আছো তাই কথা বলি
তুমি পথ চলায় গভীর স্বস্তি
তুমি আছো তাই নিতে পারি গভীর নিশ্বাস
তুমি বীরাঙ্গনার বুক ফাটা আর্তনাদ, চোখের পানি
তুমি পঙ্গু মুক্তিযোদ্ধার চাপা ক্ষোভ,কষ্টে বুকে পাথর
তুমি শহীদ মুক্তিযোদ্ধার পবিত্র ঘুম
তুমি কৃষকের স্বপ্নের সোনালি সুখের হাতছানি
তুমি বিজয়ের আলিঙ্গন
তোমার জন্য আজ মোরা বিশ্বের বুকে
তুমি আছো তাই বলি ভালোবাসি
তোমার জন্য বলতে পারি ভালোবাসি
আমি তোমায় ভালোবাসি
আমরা তোমায় ভালোবাসি
Medical Guideline Books