Topic: ছাত্রদের একমাত্র ক্যান্টিন টি বন্ধ থাকায় চরম বিপাকে ছাত্ররা!
রাজশাহী মেডিকেল এর একমাত্র ক্যান্টিন টি বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। সম্ভবত টেন্ডার জনিত জটিলতার প্যাচ এ পড়ে ভুক্তভুগী এখানকার ছাত্ররা। এর ফলে সকালের নাস্তা থেকে শুরু করে সমস্ত খাওয়া দাওয়া ছাত্র দের জন্য এক চরম ভোগান্তির বিষয় হয়ে দাড়িয়েছে। বিশেষ করে যারা ক্যান্টিন এ খেত তারা ডাইনিং এ মিল চালু করাই, ওয়ার্ড করে এসে রাতের খাবার পাওয়া বেশ কঠিন হয়ে দাড়িয়েছে। বিকল্প উপায় হিসেবে তারা বন্ধ গেটের বাইরের মামা বা আপার দোকান থেকে খাবার পেলেও টা যতেষ্ঠ স্বাস্থ্য সম্মত নয়। এর ফলে এই খাবার খেয়ে ছাত্ররা বিভিন্ন রোগের শিকার হচ্ছে। কলেজ কতৃপক্ষ ও ক্যান্টিন কবে খুলবে টা জানাতে পারে নি। ছাত্রদের দাবি, অবিলম্বে ছাত্রদের ক্যান্টিন চালু করা হোক।