Topic: মৌসুমী ভৌমিক এখন চট্টগ্রামে
বাংলাদেশের মুক্তিযুদ্ধের দুঃসহ দিনের প্রতিচ্ছবি নিয়ে করা 'যশোর রোড' গানের শিল্পী মৌসুমী ভৌমিক ঢাকায় এসেছেন গত ২৫ মার্চ রাতে। জীবনবাদী বাংলা গানের ভারতীয় এই শিল্পী দীর্ঘদিন ধরে বাংলা লোকগান সংগ্রহ ও গবেষণা এবং নৃতত্ত্ব গবেষণা করছেন। ওই কাজের অংশ হিসেবে তিনি গেছেন বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে তার বেশ কয়েকজন বন্ধু আছেন। তাদের নিয়ে আজ রাতে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে মৌসুমী গাইবেন বলে জানা গেছে। কাল সকালে ঢাকায় ফিরে সত্যেন সেন গণসঙ্গীত উৎসবে অংশ নেবেন তিনি। এতে আগামীকাল শিল্পকলার উন্মুক্ত চত্বরে গাইবেন ৪৬ বছর বয়সী এই শিল্পী ও গীতিকার। এদিন গণসঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করবেন তিনি। কলকাতা থেকে তার সঙ্গে এসেছেন শিল্পী সাত্যকী বন্দ্যোপাধ্যায়।
এছাড়া আগামী ৩১ মার্চ উদীচীর আয়োজনেই ঢাকার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে মৌসুমী ভৌমিকের একক সঙ্গীতানুষ্ঠান।