Topic: ফাগুনের আগমন......
শীতার্ত প্রকৃতির জড়তার ঘটিয়ে অবসান
ঋতুরাজ বসন্তের হলোরে আগমন ।
সোনার কাটির স্পর্শ সুপ্তিমগ্ন প্রকৃতিকে দিল ঘুম ভাঙ্গিয়ে
কৃষ্ণচুড়া পলাশ শিমুল দিয়ে প্রকৃতি নিল নিজেকে রাঙ্গিয়ে ।
পুষ্প পল্লবে প্রকৃতি হলো নব সাজে সজ্জিত
যে দিকে তাকাই প্রকৃতিকে দেখি যেন রক্তে রঞ্জিত ।
কুহু কুহু ধ্বনি আর পাখির কলকাকলিতে
চারিদিকে কেমন যেন ভরে গেল গুনগুনানিতে ।
ভাল লাগে ফাগুনের এই দিনগুলো
এই ফাগুনেই ভাষা আন্দোলনের দিন ছিলো ।
ফাগুন আসে ভালবাসার দিন নিয়ে
ফাগুন আসে মনে ভিতর রঙ ছড়িয়ে ।
ভাল লাগে দেখতে বাসন্তী রঙের শাড়ীপড়া তরুনী চপলা
ভাল লাগে দেখতে তাদের রূপের ছলাকলা ।
সব ভালো লাগার এখানেই শেষ
ঢাকা শহরে আছি নাকি বেশ ।
কোথায় পাবো কৃষ্ণচুড়া আর শিমুল পলাশ
কোথায় সেই কুহু কুহু ধ্বনি ফুলে ছড়ানো সবুঝ ঘাস ।
শহরের বিষাক্ত ধুয়ায় আর ধুলিকনায়
গাছের পাতায় পরিপূর্ণ কানায় কানায় ।
কোকিলের কুহু কুহু শুনেছিলাম কবে যেনো
স্মৃতিতে হাতড়িয়ে মনে করতে পারছি না কেনো
যানবাহনের পে পু ধ্বনিতে কান হয় ঝালাপালা
কোকিল নয় চারিদিকে দেখি শুধু কাকেরই মেলা ।
তবুও ভালবাসি ফাগুন ভালবাসি ঋতুরাজ বসন্ত
ভালবেসে যাবে যতক্ষন না হবে আমার অন্ত ।