(edited by fahim49 2010-04-11 23:45:40)

Topic: জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী

১০ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ এর।

৪ পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিদের বক্তব্য শেষে মাননীয় প্রধান মন্ত্রী ২০০৮ সালে দেশের চলচ্চিত্রে অনবদ্য ভ‚মিকা পালনের জন্য পূর্ব মনোনীত ২৩ টি বিভাগে মোট ২৪ জনকে পুরস্কৃত করেন। এরপর বিএফডিসি নির্মিত প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধু ও চলচ্চিত্র শিল্প’ শীর্ষক প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।

শেষ পর্বে চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মৌসুমীর উপস্থাপনায় চলচ্চিত্র শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন। এতে গান পরিবেশন করেন কন্ঠশিল্পী রুনা লায়লা। নৃত্য পরিবেশন করেন শামীম আরা নিপা, শিবলী মোহাম্মদ, শাকিব ও অপু বিশ্বাস। নাটিকা মঞ্চস্থ করেন এটিএম শামসুজ্জামান, টেলি সামাদসহ আরো অনেকে।   

উল্লেখ্য, ২০০৮ সালের সেরা পূর্ণদের্ঘ্য চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে স. আজম ফারুক প্রযোজিত ‘চন্দ্রগ্রহণ’। ছবিটির পরিচালক মুরাদ পারভেজ পেয়েছেন সেরা চলচ্চিত্র পরিচালকের পুরস্কার।

এছাড়াও অন্যান্য পুরস্কার বিজয়ীরা হলেন সেরা সংগীত পরিচালক ইমন সাহা, সেরা নৃত্য নির্দেশক মাসুম বাবুল, সেরা অভিনেতা রিয়াজ, সেরা পার্শ্ব অভিনেতা শামস্্ সুমন, সেরা খল নায়ক জহির উদ্দিন পিয়ার, সেরা অভিনেত্রী সাদিকা পারভিন পপি, সেরা পার্শ্ব অভিনেত্রী দিলারা জামান ও গুলশান আরা আখতার চম্পা, সেরা কাহিনীকার মোহাম্মদ রফিকুজ্জামান, সেরা চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা মুরাদ পারভেজ, সেরা গায়ক এন্ড্রু কিশোর, সেরা গায়িকা রুমানা মুর্শেদ কনক চাঁপা, সেরা গীতিকার কবির বকুল, সেরা সুরকার আলম খান, সেরা চিত্রগ্রাহক (রঙিন) মো: রেজাউল করিম বাদল, সেরা শিল্পনির্দেশক মো: কলমতর, সেরা শিশুশিল্পী প্রার্থনা, ফার্দিন ও দিঘি (বিশেষ শাখা) এবং সেরা মেকাপম্যান মো: শামছুল ইসলাম।

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী

২০০৮ এর টা ২০১০ এ ! আর স. আজম ফারুক প্রযোজিত ‘চন্দ্রগ্রহণ’ তো দেখি এ নাই , যেসব ছবি দেখি না , এগুলাই পুরস্কার পায়, কী আজব!  :laughing:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


(edited by উপল BD 2010-04-12 00:54:16)

Re: জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী

তৌফিক ভাই এগুলো হাইপারলেভেলের মুভি,আমাদের মত সাধারণ পাবলিকদের জন্য না।  tongue   tongue   tongue

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী

২০০৮ এর তা ২০১০ দশেইতো দিবে। এইটাই ডিজিটাল সিস্টেম। বুঝছ... :rotfl:  :rotfl:  :rotfl:  :hyper:

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী

২০০৯, ২০১০ এর টা তাহলে কবে দেবে !

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।