Topic: নতুন রূপে মাইস্পেস

http://s1.postimage.org/sdi00.jpg


নতুন রূপে যাত্রা শুরু করেছে সামাজিক যোগাযোগ সাইট 'মাইস্পেস'। এরই ধারাবাহিকতায় সংগীত এবং বিনোদনকে প্রাধান্য দিয়ে নতুন সংস্করণের ওয়েবসাইট চালু করেছে মাইস্পেস। সামাজিক যোগাযোগ সুবিধার পাশাপাশি ব্যবহারকারীদের বিনোদনভিত্তিক কনটেন্ট ব্যবহারের সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাইস্পেসের প্রধান নির্বাহী মাইক জোনস। ফেইসবুকের সঙ্গে প্রতিযোগিতা করার পাশাপাশি নিজেদের আয় বাড়াতে নতুন ওয়েবসাইটের পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যবহারকারীদের তথ্য প্রকাশ করারও সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইস্পেসের মূখপাত্র জানান, 'ব্যক্তিগত নয় এমন কিছু তথ্য আমাদের বিজ্ঞাপনদাতাদের সরবরাহ করব।'
শেরিফ আল সায়ার, সূত্র : এএফপি

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: নতুন রূপে মাইস্পেস

My Space ইউজ তেমন করা হয় না। তবে কী চেঞ্জ করল দেখতে আজকে ঢুকলাম।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: নতুন রূপে মাইস্পেস

সিকিউরিটি খুব দুর্বল। তেমন একটা ভালো লাগে না।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg