Topic: বাংলালিংক দিয়ে ট্রেন এর টিকেট কেটে রাজশাহী আসলাম
বাংলালিংক দিয়ে যে ট্রেন এর টিকেট কাটা যাই, তা টেলিভিশন এর একটা অ্যাড এ দেখেছিলাম! তাই এবার ঈদ এর ছুটি তে ঢাকা আসার পর মনে করলাম বাংলালিংক দিয়ে ট্রেন এর টিকেট কেটে দেখা যাক, কী দরকার হই, বা কেমনি বা এর সার্ভিস!
ট্রেন এর টিকেট বাংলালিংক এ কাটতে অতিরিক্ত ফী হিসেবে প্রতি সীট এর জন্য ২০ টাকা বেশি দিতে হবে। এবং এ সার্ভিস তে পেতে আপনার কোনও বাংলালিংক এর সিম থাকার প্রয়োজন নেই। এবং একজন সর্বোচ্চ ৪(চার)টি টিকেট কাটতে পারবে। বর্তমানে সুবিধা টি শুধু ঢাকা ও চিটাগঙ্গ এ পাওয়া যাবে।
প্রথমে বাংলালিংক এর ওয়েবসাইট এ যেয়ে দেখি, যে আমার বাসার আসে পাশে কোনও বাংলালিংক এর মোবি ক্যাশ সেন্টার আছে কিনা, খুজতেই পেয়ে গেলাম, এবং কল দিলাম।
আপনার আসে পাশের মোবি ক্যাশ সেন্টার দেখুন এখান থেকে
মোবি ক্যাশ সেন্টার এ যাওয়ার আগে আপনার যেসব জিনিস জেনে যেতে হবে:
১। আপনি কবে ভ্রমণ করতে চান?
২। কোন স্টেশন থেকে উঠতে চান? কতজন?
৩। কোন স্টেশন এ যেতে চান?
৪) আপনি কোন ট্রেন এ যেতে চান? (এটা গুরুত্বপূর্ণ, কেননা একেক ট্রেন একেক সময়ে ছাড়ে)
৫) টিকেট এর মূল্য (এটা আপনার জানার কথা, না জানলেও খুব বেশি ক্ষতি নেই )
এই তথ্য গুলো দেবার পর ক্যাশ সেন্টার এর লোক, আপনার কাছে একটি মোবাইল নম্বর চাবে (এটি বাংলালিংক না হলেও ক্ষতি নেই), যে মোবাইল এ সে confirmation এসএমএস টি পাঠাবে। এই মোবাইল ন: টি গুরুত্বপূর্ণ, কেননা এটি স্টেশন এ দেখিয়ে আপনার টিকেট টি প্রিন্ট করতে হবে। কারণ এটি তেই আপনার বগি ন: এবং সিট নং থাকবে:
সব কিছু করার পর লোক টি একটা মেমো দিবে। যা এরকম:
যেমন আমার মোবাইল এ যে মেসেজ টি এসেছিল, তা এরকম
ব্যাস! হয়ে গেল আপনার টিকেট! এখন স্টেশন এ গেলে বাংলালিঙ্ক এর একটি আলাদা বুথ পাবেন, যেখানে আপনি মেসেজ টি দেখালেই আপনার টিকেট টি প্রিন্ট করে দিবে।
আমি যেয়ে দেখি বুথ পুরা খালি! যে টিকেট দিবে সেও নাই! পরে কিছুক্ষণ ডাকাডাকি করার পর এক লোক এসে প্রিন্ট করে দিল। এখানে E-Ticket Number: 9YP9D টি জরুরী ছিল।
ইউজার ফীডব্যাক: বেশ ভালো। যাওয়া আসার কস্ট বাচাই দিছে!