Topic: অ্যানথ্রাক্সের সংক্রমণ: সারা দেশে রেড এলার্ট জারি
অ্যানথ্রাক্সের সংক্রমণের ফলে সারা দেশে রেড এলার্ট জারি করা হয়েছে। মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস আজ রোববার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। উল্লেখ্য, গত কয়েক দিনে একের পর এক বিভিন্ন জেলায় অ্যানথ্রাক্সের ছড়িয়ে পড়েছে। আজ রোববার চুয়াডাঙ্গাতেও অ্যানথ্রাক্সে আক্রান্ত একজন রোগীর সন্ধান পাওয়া গেছে। তাঁর নাম আবদুর রহিম (৪৫) । এর আগে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুষ্টিয়া ও পঞ্চগড়ে অ্যানথ্রাক্সের রোগী শনাক্ত করা হয়েছে। কুষ্টিয়ায় এ পর্যন্ত ৪৪ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে সারা দেশে রেড এলার্ট জারি করা হয়েছে।
মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, দেশের যেখানেই অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা যাবে, সেখানেই যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, ভারতের সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে কোনো রোগাক্রান্ত গরু আসতে না পারে, সে জন্য সীমান্তরক্ষী ও পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। অ্যানথ্রাক্সের সংক্রমণ আরও বেড়ে গেলে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল ঘোষণা করা হতে পারে বলে তিনি জানান।
সুত্র : প্রথম আলো