Topic: জ্যাকসনের সবচেয়ে জনপ্রিয় গান।
মাইকেল জ্যাকসনের প্রথম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে পপ কিংয়ের সবচেয়ে জনপ্রিয় গানের পরিসংখ্যান প্রকাশ করেছে বিলবোর্ড। জনপ্রিয় গানের ক্ষেত্রে মাইকেল জ্যাকসনের গাওয়া 'বিলি জিন' ও 'বিট ইট' পেছনে পড়েছে। বিলবোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, মাইকেল জ্যাকসনের গাওয়া সবচেয়ে জনপ্রিয় গান 'সে সে সে'। ১৯৮৩ সালে স্যার পল ম্যাকার্টনির সঙ্গে দ্বৈতভাবে মাইকেল জ্যাকসন। গানটি তখন যুক্তরাষ্ট্রের টপ চার্টে টানা ছয় সপ্তাহ শীর্ষে ছিল। মাইকেল জ্যাকসনের একক জনপ্রিয় গানের তালিকায় 'রক উইথ ইউ' ও 'আই উইল বি দেয়ার' গানগুলো আছে।
সূত্র:- কালের-কণ্ঠ
আমার কাছে বিট ইট গানটা অসাধারণ লাগে। (y) (y)